বার্মিহাম ও কলকাতা: গতকাল একপেশে ম্যাচে পাকিস্তানকে দুরমুশ করে জয়ী হয়েছে ভারত। খেলার সময় ধারাভাষ্য দিতে গিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটাররা নিজেদের মধ্যে হাসিঠাট্টায় মাতলেন। প্রাক্তন বিধ্বংসী ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগের সঙ্গে ঠোকাঠুকি লেগে গেল প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের । সৌরভ তো বীরুকে  চ্যালেঞ্জও ছুঁড়ে দিলেন। সবটাই অবশ্য মজার ছলে।


কমেন্ট্রি বক্সে তখন বীরু, সৌরভ ও সাবা করিম। ওই সময় সময় কথায় কথায় নজফগড়ের নবাব প্রিন্স অব কলকাতার রানিং বিট্যুইন দ্য উইকেট নিয়ে প্রশ্ন তুলে দিলেন। বীরু বললেন, দাদা দ্রুত রান নিতে পারতেন না। এজন্য রান আউট হয়ে যেতেন আর দলের স্কোরে তার প্রভাব পড়ত।

বীরুর ওই দাবির সঙ্গে একেবারই সহমত হলেন না সৌরভ।  কয়েক মিনিটের মধ্যেই তাঁর হাতে দেখা গেল একটা চিরকুট। ওই চিরুকুট আসলে ছিল সৌরভ ও সহবাগের দৌড়ে রান নেওয়ার পরিসংখ্যান। সেটি পড়ে সৌরভ বললেন, তাঁর মোট রানের মধ্যে রানিং বিট্যুইন দ্য উইকেট থেকে এসেছে ৩৬ শতাংশ। আর বীরুর ২৪ শতাংশ।

সৌরভ বীরুকে ভুল তথ্য না ছড়ানোর পরামর্শ দেন।

এরপর দুই প্রাক্তন ক্রিকেটারই হাসতে শুরু করেন। এরইমধ্যে বীরু ফের বলেন, সিঙ্গল রান তো দাদা নিতেনই। কিন্তু এককে দুই বা দুইকে তিন রানে পরিণত করার কথা তিনি বলছিলেন।

এ কথা শুনে দাদা মাইক্রোফোন হাতে নিয়ে মজার ছলে বললেন, বীরু, এখন কিন্তু তোমাকে আমার কাছে ইন্টারভিউ দিতে হবে। তাই ঠিকঠাক থাক আর সত্য কথা বল’’।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতের নয়া কোচ বাছাই করা হবে। এই পদের জন্য আবেদন করেছেন বীরু। বিসিসিআইয়ের পক্ষ থেকে কোচ বাছাইয়ের দায়িত্ব রয়েছে সৌরভ, সচিন তেন্ডুলকর ও ভিভিভি এস লক্ষ্মণকে গঠিত কমিটিকে।

রানিং বিট্যুইন দ্য উইকেট নিয়ে এই কথা চালাচালির মধ্যেই সৌরভ সহবাগকে ১০০ মিটার দৌড়ের চ্যালেঞ্জ করেন। তিনি বলেন, ওভালে আগামী ২০ জুন চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর ওভালেই তাঁরা দৌড়ের লড়াই করবেন। দেখা যাবে তাতে কে জেতে। বীরুকে এ জন্য দুজন ফিজিও দেওয়ার কথাও বলেন সৌরভ। বীরু ওই চ্যালেঞ্জ নিয়ে মজা করতে ছাড়েননি। তিনি দাবি করেন, ওই ম্যাচও তো একতরফা হবে।