কলকাতা: লাহলিতে রঞ্জি ম্যাচে ভরাডুবি৷ বরোদার কাছে ২১ রানে হার৷ ১৫৫ রানের লক্ষ্যভেদ করতেও ব্যর্থ বঙ্গ-ব্যাটসম্যানেরা৷ ডুবিয়েছে টপ অর্ডার৷ ব্যর্থতার ছবিটা বদলাতে এবার ব্যাট হাতে ময়দানে স্বয়ং সিএবি সভাপতি৷ সায়নশেখর মণ্ডল, পঙ্কজ সাউ, অগ্নিভ পান ও ঋত্বিক চট্টোপাধ্যায় - রানের খরা কাটাতে কার্যত বাংলার চার ব্যাটসম্যানের ক্লাস নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷


ছিলেন অধিনায়ক মনোজ তিওয়ারি৷ ছিলেন না কোচ সাইরাজ বহুতুলে৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে এদিন কার্যত বঙ্গ-ব্রিগেডের কোচ সৌরভ নিজেই৷ ফ্রন্টফুটে কীভাবে পেসের মোকাবিলা করতে হয়, বিরাট কোহালির উদাহরণ দিয়ে বারবার তা বোঝালেন ঋত্বিকদের৷ স্টেপ আউট করার কায়দা দেখালেন অগ্নিভ, সায়নশেখরদের৷

বাংলার পারফরমেন্সের পোস্টমর্টেম করতে বুধবারই বৈঠক ডাকেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ বৈঠকে ছিলেন বাংলার কোচ সাইরাজ বহুতুলে, অধিনায়ক মনোজ তিওয়ারি, বোলিং কোচ রণদেব বসু ও দুই নির্বাচক৷ সেখানেই তৈরি হয় এই অনুশীলনের গেমপ্ল্যান৷ প্রাক্তন ভারত অধিনায়কের এই ক্লাস ক্রিকেটারদের খুবই সাহায্য করবে বলে আশা বঙ্গ-অধিনায়কের৷

রঞ্জিতে এরপর মুম্বইয়ের সামনে বঙ্গ-ব্রিগেড৷ রীতিমত ছন্দে রয়েছে যারা৷ তাই, এদিন শুধু কোচিংই করলেন না৷ মুম্বই ম্যাচে দলকে উদ্বুদ্ধ করতে নাগপুরেও যাচ্ছেন সিএবি সভাপতি৷

ঘুরে দাঁড়ানোর গেমপ্ল্যান৷ হাতে ধরে ব্যাটিং-পরামর্শ৷ সৌরভের মহার্ঘ টিপসে কি ঘুরে দাঁড়াবে বঙ্গ-ব্রিগেড? উত্তরটা মিলবে মুম্বই ম্যাচে৷