কলকাতা: হরভজন সিংহর মেয়েতে ছেলে বলে ভুল করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে সঙ্গেই অবশ্য সেই ভুল শুধরেও নেন তিনি। কিন্তু এই ভুল ঘিরে সোশ্যাল মিডিয়ায় খানিক নির্মল হাস্যরসের ধারা দেখা গেল।
গত সোমবার টিম ইন্ডিয়ার টার্বুনেটর স্বর্ণমন্দিরে স্ত্রী ও কন্যার সঙ্গে তোলা একটি ছবি ট্যুইটারে পোস্ট করেন।





ভাজ্জির প্রাক্তন অধিনায়ক সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। কিন্তু ভাজ্জির ছবিটি তাঁর নজরে পড়ে। ছবিটি সম্পর্কে ৪৫ বছরের সৌরভ লেখেন, ‘বেটা বহোত সুন্দর হ্যায় ভাজ্জি..বহোত প্যায়ার দেনা (ছেলে দারুন সুন্দর ভাজ্জি..অনেক ভালোবাসা দিও)’।






সঙ্গে সঙ্গেই সৌরভ বুঝতে পারেন যে, একটু ভুল হয়ে গিয়েছে। সেই ত্রুটি সংশোধন করতে তিনি লেখেন, ‘মাফ করনা, বেটি বহোত সুন্দর হ্যায়..গেটিং ওল্ড ভাজ্জি.. (মাফ করো, তোমার মেয়ে খুব সুন্দর। আসলে বয়স হচ্ছে, ভাজ্জি)’।





সৌরভের এই ত্রুটিতে আদৌ কিছু মনে করেননি হরভজন। বরং মেয়েকে আশীর্বাদ করায় ‘দাদা’কে ধন্যবাদ জানিয়ে ভাজ্জি লেখেন..’আশীর্বাদের জন্য ধন্যবাদ, দাদা.. সানার প্রতি আমার ভালোবাসা..আশা করি, খুব শীঘ্রই দেখা হবে তোমার সঙ্গে’।






ভাজ্জি ও সৌরভের সোশ্যাল মিডিয়ায় এই চ্যাট দারুন উপভোগ করেছেন অনুগামীরা। তাঁরা বিভিন্ন ধরনের মজার মজার মন্তব্যও করেছেন।
একজন লিখেছেন, ‘সৌরভ দাদা, ক্ষমার কোনও প্রয়োজনই নেই। কারণ, আজকের দিনে মেয়েরা ছেলের তুলনায় কোনও অংশে কম নয়। আমরা তোমাকে ভালোবাসি দাদা’।





আর একজনের ট্যুইট, ‘দাদা, ভাজ্জি পাজি বলতেই পারেন, আমার মেয়ে ছেলেদের চেয়ে কম নয়’।






এক মহিলার ট্যুইট, ‘আপনি বুড়ো হচ্ছেন?? কী মজার রসিকতা। মি. ওয়ার্ল্ডের থেকেও হ্যান্ডসাম’।