কলকাতা: ক্রিকেটে লাল কার্ড নিয়ম চালুর পক্ষে সওয়াল করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।  তিনি বলেছেন, নিয়মের এই সংশোধন প্রয়োজন ছিল। কারণ নিচুস্তরের ক্রিকেটে খেলোয়াড়দের আচরণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এমসিসি-র মাইক ব্রিয়ারলির নেতৃত্বাধীন ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি ক্রিকেটের নয়া আইনের ঘোষণা করেছে। এই ১১ সদস্যের কমিটির অন্যতম সদস্য সৌরভ। আইসিসি এই নয়া নিয়ম কার্যকর করবে।
সৌরভ বলেছেন, নিয়মে বদল আনার দরকার ছিল। এটা খুব ভালো হল। ভারতে হয়ত কিছু হয় না। কিন্তু দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মতো দেশে নিচু স্তরের ক্রিকেটে এ ধরনের ঘটনা ঘটে থাকে। ভিডিও ফুটেজ না দেখলে এ ধরনের ঘটনার গুরুত্ব জানা যায় না।
লেবেল চারের অপরাধের প্রসঙ্গ উল্লেখ করে সৌরভ জানিয়েছেন, আম্পায়ারকে ধমকানো, আম্পায়ারের সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বচসা, মারধর, অন্য প্লেয়ারের বা অন্য কাউকে নিগ্রহ বা কোনও ধরনের হিংসাত্মক কাজে জড়ালে সংশ্লিষ্ট ক্রিকেটারকে মাঠের বাইরে বের করে দেওয়া হবে।