কলকাতা: তাঁর উদ্যোগেই ভারতের মাটিতে প্রথম গোলাপি বলে নৈশালোকের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ইডেনে ভারত-বাংলাদেশের সেই ম্যাচ দেখতে উপচে পড়েছিল গ্যালারি। এবার সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, প্রত্যেক টেস্ট সিরিজে ভারতের অন্তত একটা করে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলা উচিত।
একটি জাতীয় সংবাদমাধ্যমকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ বলেছেন, ‘আমি এটা নিয়ে বেশ আশাবাদী। আমার মনে হয় এটাই টেস্ট ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা। সব টেস্ট নৈশালোকের না হোক, প্রত্যেক সিরিজে অন্তত একটি করে ম্যাচ গোলাপি বলে ও দিনরাতের ফর্ম্যাটে খেলা উচিত ভারতের।’
সৌরভ নিজে সিএবি প্রেসিডেন্ট ছিলেন। নিজের সংস্থায় দেশের প্রথম পিঙ্ক বল টেস্ট আয়োজন করেছিলেন। সেই অভিজ্ঞতা অন্য সংস্থার সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। সৌরভ বলেছেন, ‘বোর্ডে আমার অভিজ্ঞতা জানাব এবং অন্যান্য সংস্থাতেও গোলাপি বলে ম্যাচ করার চেষ্টা করব। এবার থেকে সব দেশই তৈরি থাকবে। কেউই ৫ হাজার দর্শকের সামনে টেস্ট ম্যাচ খেলতে চায় না।’
দেশের মাটিতে প্রথম গোলাপি বলে নৈশালোকের টেস্ট ম্যাচে বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানে হারিয়েছিল বিরাট কোহলির ভারত।
ভারতের প্রত্যেক টেস্ট সিরিজে একটি করে গোলাপি বলে দিন-রাতের ম্যাচ চান সৌরভ
Web Desk, ABP Ananda
Updated at:
04 Dec 2019 04:16 PM (IST)
দেশের মাটিতে প্রথম গোলাপি বলে নৈশালোকের টেস্ট ম্যাচে বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানে হারিয়েছিল বিরাট কোহলির ভারত।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -