কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ওমিক্রন হয়নি। তবে তিনি করোনার আরেক নতুন ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাসে আক্রান্ত বলে খবর হাসপাতাল সূত্রে।
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর নমুনা ওমিক্রন পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেলেও ওমিক্রন পরীক্ষার রিপোর্ট নিয়ে উদ্বেগে ছিলেন সকলে। অবশেষে শনিবার এল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ওমিক্রন পরীক্ষার রিপোর্ট। হাসপাতাল সূত্রে খবর, সৌরভের ওমিক্রন পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। যা স্বস্তিতে রাখছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের অনুগামী ও ভক্তদের।
তবে হাসপাতাল থেকে জানানো হয়েছে, সৌরভ ডেল্টা প্লাসে আক্রান্ত। বাড়িতে রেখেই চিকিৎসা চলছে তাঁর। নিভৃতবাসে রয়েছেন সৌরভ।
ওমিক্রনের প্রাথমিক রিপোর্ট নেগেটিভ আসায় বাড়ি ফিরেছিলেন সৌরভ। ওমিক্রন পরীক্ষা চলার মধ্যেই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছিল। পিপিই পরে হাজির ছিলেন সৌরভের গাড়ির চালক। করোনা আক্রান্ত হয়ে সৌরভ উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল সূত্রে খবর, সৌরভ এখন আগের থেকে অনেকটাই ভাল। সর্দি নেই। হাসপাতাল সূত্রে খবর, বিসিসিআই সভাপতি বাড়িতে আইসোলেশনে রয়েছেন। স্বাভাবিক খাওয়াদাওয়া করছেন বিসিসিআই সভাপতি। ফোনে চিকিৎসকদের সঙ্গে কথা হচ্ছে তাঁর। হাসপাতাল সূত্রে খবর, ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে মাল্টি ভিটামিন, ভিটামিন সি-জাতীয় ওষুধ দেওয়া হচ্ছে। ফুসফুস সুস্থ রাখতে নিয়মিত দেওয়া হচ্ছে স্টিম। তিনি করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত কিনা, তা জানতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। শনিবার সেই রিপোর্ট হাতে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, সৌরভ ওমিক্রন নেগেটিভ। যে খবর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের ঘনিষ্ঠমহলকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।
আরও পড়ুন: প্রথম দশে নেই কোহলি, ২০২১ সালে টেস্টে সবচেয়ে বেশি রান করলেন কে?
বছরের শুরুতেই আক্রান্ত হয়েছিলেন হৃদরোগে। বছরের শেষে তাঁর শরীরে থাবা বসাল করোনা ভাইরাস। করোনা ভাইরাসে আক্রান্ত হন সৌরভ গঙ্গোপাধ্যায়। উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রয়েছেন BCCI প্রেসিডেন্ট। সূত্রের খবর, কয়েকদিন আগে, সৌরভের সামান্য জ্বর আসে। এরপরই, তাঁর করোনা পরীক্ষা করা হয়। সোমবার রাতে রিপোর্ট পজিটিভ আসার পরই সৌরভকে হাসপাতালে ভর্তি করা হয়।