অ্য়ান্টিগা: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ব্রিটিশ বধ করে উড়লো তেরঙ্গা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে রাজ-রবির আগুনে বোলিংয়ে চূর্ণ ইংল্যান্ড। ১৪ বল বাকি থাকতেই চার উইকেটে জয় ভারতের। দুরন্ত এই জয়ের পরই টিমকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। অনূর্ধ্ব-১৯ দল, সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং সঙ্গে  একটি  পুরস্কারও ঘোষণা করেছেন।  ৪০ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে। তিনি ট্যুইটারে লেখেন, ' আমাদের ঘোষিত নগদ ৪০ লক্ষ পুরস্কারটি প্রশংসার একটি ছোট চিহ্নস্বরূপ কিন্তু তাদের প্রচেষ্টা মূল্যের বাইরে .. দুর্দান্ত' । পরে আরও একটি ট্যুইটে তিনি প্রশংসা করে লেখেন, দলের প্রত্যেক সদস্য যেভাবে চাপের মধ্যে খেলেছে, তাএকেবারে শ্বাসরুদ্ধকর !  অসাধারণ পারফরম্যান্স। 


 






২০০০, ২০০৮,২০১২, ২০১৮ সালের পর ফের ২০২২। এই নিয়ে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। ফাইনালে টসে জিতে ব্যাটিং নেয় ইংল্যান্ড। রাজ বাওয়া ও রবি কুমারের দুরন্ত বোলিংয়ে সেভাবে সুবিধা করতে পারেননি ইংল্যান্ডের ব্যাটাররা। একটা সময় ৯১ রানে ৭ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। শেষপর্যন্ত ১৮৯ রানেই গুটিয়ে যায় ইনিংস। রাজের ঝুলিতে ৫ উইকেট ও রবি নেন চার উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভাল হয়নি। দ্বিতীয় বলেই ফিরে যান ছন্দে থাকা অঙ্গক্রিশ রঘুবংশী। পঞ্চম উইকেটে নিশান্ত সিন্ধু এবং রাজ মিলে ৬৭ রানের জুটি গড়ে ভারতের জয়ের ভিত তৈরি করে দেন। ভারতীয় ব্যাটাররা মাথা ঠান্ডা রেখে ম্যাচ বার করে নেন। গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে খেতাব জয় যশ ঢুলদের। পুরস্কার হিসেবে বিসিসিআইয়ের তরফে মাথাপিছু প্রত্যেক ক্রিকেটার ৪০ লক্ষ ও সাপোর্ট স্টাফ ২৫ লাখ টাকা করে পাবেন। এমনটাই জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।