কলকাতা: দুই তারকা.. ২ জনেই নাকি তাঁরা ২ জনের অনুরাগী! ২ তারকারই খ্যাতি দেশের গন্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিদেশে! দুই তারকার বিচরণ ক্ষেত্র ও সম্পূর্ণ আলাদা। একজনের খ্যাতির উৎস ২২ গজ তো অন্যজনকে খ্যাতি এনে দিয়েছে সুর। তবে ২ তারকার মধ্যে মিল একটাই, তাঁদের ২ জনেরই শিকড় এই বাংলায়। তাই দুই বাঙালির যখন দেখা হয়ে যায় বিদেশ সফরের পথে, তখন আকাশপথেই জমে ওঠে আড্ডা! আর সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। কারণ সেই মানুষ ২ জন হচ্ছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও অরিজিৎ সিংহ (Arijit Singh)!
সোশ্যাল মিডিয়ায় সদ্যই ভাইরাল হয়েছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, বিমানের মধ্যে একটি সেলফি তুলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশে দাঁড়িয়ে সস্ত্রীক অরিজিৎ সিংহ! কোথায় দেখা হয়েছে এই ২ তারকার? জানা যাচ্ছে, 'দিল্লি ক্যাপিটালস' ফ্রাঞ্চাইজির SA T20-র 'প্রিটোরিয়া ক্যাপিটালস' নামে যে দল রয়েছে, তার মেন্টর হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সাউথ আফ্রিকা টি২০ (SA T20)-তে অংশ নেবে এই 'প্রিটোরিয়া ক্যাপিটালস'। দলের সঙ্গে থাকার জন্যই প্রিটোরিয়ার উদ্দেশ্যে উড়ে যান সৌরভ। মাসখানেকের জন্য তাঁর থাকার কথা দক্ষিণ আফ্রিকায়। প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর আবু ধাবিতে যে IPL -এর মিনি নিলাম হল, সেখানেও দিল্লি ক্য়াপিটালসের নিলামের টেবিলে ছিলেন সৌরভ।
আর সেই যাত্রাপথেই সৌরভের দেখা হয়ে যায় সস্ত্রীক অরিজিৎ সিংহের সঙ্গে। আবু ধাবির এতিহাদ এরিনায় কনসার্ট রয়েছে অরিজিৎ সিংহের। সেখানে যোগ দিতেই উড়ে যাচ্ছিলেন তিনি। বিমানের মধ্যেই সাক্ষাৎ হয় ২ কিংবদন্তির। আকাশপথেই জমে ওঠে নিখাদ বাঙালি আড্ডা। একসঙ্গে তাঁরা সেলফি ও তোলেন। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এই কথা কে না জানেন যে, অরিজিৎ সিংহ চিরকালই সৌরভ অনুরাগী। সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে গেম শো (দাদাগিরি), তার টাইটেল ট্র্যাক অরিজিৎ সিংহেরই তৈরি করা। এখনও তা বাঙালিদের মধ্যে ভীষণ জনপ্রিয়। এখনও শো-এর টাইটেল ট্র্য়াক হিসেবে ব্যবহৃত হয় সেই গানই। অরিজিৎ সিংহ একাধিকবার এই শো-তে অতিথি হয়েও এসেছেন। ক্যামেরার বাইরেও এই ২ জনের মধ্যে খুবই ভাল সম্পর্ক। অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় ও একাধিকবার জানিয়েছেন, অরিজিৎ সিংহের গান তাঁর ভীষণ প্রিয়। ২ তারকার আকাশপথে তোলা এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।