কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে যাদবপুর কাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা এক সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব সামলানো সৌরভ বলেন, 'বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জায়গা। সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত।'
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিংয়ে ছাত্রমৃত্যুর অভিযোগ ওঠার পর থেকে শোরগোল পড়ে গিয়েছে। এদিন সৌরভ এই প্রসঙ্গে বলেন, 'র্যাগিং বন্ধে কড়া আইন করা উচিত।'
যাদবপুরে ( Jadavpur University Hostel ) ছাত্র মৃত্যুর ঘটনার রাতে কী ঘটেছিল ? কীভাবে মৃত্যু ঘটে পড়ুয়ার ? তা জানতে এই ঘটনার পুননির্মাণের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। তিনতলায় হস্টেলের ঘরে সেদিন কী ঘটেছিল? তা জানতে এবার ধৃত ৯ জনকে আলাদা আলাদা করে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুননির্মাণ ( Reconstruction ) করবে পুলিশ। শুক্রবারই প্রায় এক ঘণ্টা ধরে ঘটনার পুনর্নিমাণ করেছে পুলিশ।
সেদিন রাতে ছাত্র মৃত্যুর আগে কী কী ঘটেছিল, তা নিয়ে জিজ্ঞাসাবাদের সময় একটা বিষয় পুলিশের কাছে স্পষ্ট হয়েছে। পুলিশের ধারণা ভয়াবহ সেই রাতেই বারবার জিবি মিটিং করে ঠিক করা হয়েছিল, পুলিশের কোন প্রশ্নের উত্তরে ছেলেরা কী উত্তর দেবে। তাই ধৃতদের উত্তর ছিল গতে বাঁধা। তাই পুলিশ এবার আলাদা আলাদা করে ৯ জনকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নিমাণ করতে চায় পুলিশ।
এই রিকনস্ট্রাকশনের মাধ্যমে পুলিশ জানার চেষ্টা করবে, কোথায় লেখা হয়েছিল চিঠি? কোথায় বিবস্ত্র করা হয় পড়ুয়াকে? কোথা থেকে পড়ে যান ছাত্র? ঘটনাস্থলে পৌঁছেছেন ডিসি এসএসডি বিদিশা কলিতা দাশগুপ্ত।
শুধু এই ৯ জনই নয়, পুলিশের স্ক্যানারে এসে পড়েছে আরও বেশ কিছু নাম, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে এই ঘটনার সঙ্গে। তাঁদের নাম এখনও প্রকাশ করা হচ্ছে না তদন্তের স্বার্থে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে আরও কয়েকজন পড়ুয়া ও প্রাক্তনীর খোঁজ পাওয়া গিয়েছে। তাঁরা নাকি ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত । পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাতে হস্টেলে পুলিশকে ঢুকতে না দেওয়ার ঘটনাতেও জড়িত সেই সব ছেলেরা।
আরও পড়ুন: ফের কেকেআরে ফিরছেন গম্ভীর? প্রসাদের সঙ্গে লখনউ চুক্তি করতেই তুমুল জল্পনা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন