কলকাতা: ‘মাহি উৎসব’ কাটাতে না কাটাতেই চলে এল আরও এক ‘উৎসব’। ‘উৎসব’-ই বটে। প্রিয় ক্রিকেটারের জন্মদিন গোটা বিশ্বব্যাপী যেভাবে সেলিব্রেট করা হল, তা উৎসব না বলে আর কী-ই বা বলা যায়। বছরের এই সাত নম্বর মাস ভারতীয় ক্রিকেটের জন্য এক কথায় ‘আশীর্বাদ’। তা না হলে কী আর একই মাসে ২ ভারতীয় অধিনায়কের জন্ম হয়! কাকতালীয় হলেও জুলাই মাসের সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক একেবারে নারির। ৭ জুলাই জন্মদিন মহেন্দ্র সিংহ ধোনির। আর ৮ তারিখ জন্মদিন বিশ্ব ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ বাঙালি মুখ সৌরভ গাঙ্গুলির। এবছর ৪৭-এ পা দিলেন প্রিন্স অব ক্যালকাটা। ঠিক করেছিলেন, এই বছরটা অনুরাগীদের অনেক কিছু ফিরিয়ে দেবেন। করলেনও তাই। ফ্যানদের জন্যই কার্যত ইনস্টাগ্রামে এলেন সৌরভ। আর আসা মাত্রই অনুরাগীদের ভিড় মহারাজের প্রোফাইলে।


প্রসঙ্গত, দিন কয়েক আগেই ইনস্টাগ্রামে তাঁর ফেক প্রোফাইল নিয়ে সরব হয়েছিলেন সৌরভ। অনুরাগী, শুভাকাঙ্খী ও বন্ধুদের উদ্দেশে জানিয়েছিলেন, ওই প্রোফাইল তাঁর নয়।  তবে এবার সৌরভের যে ইনস্টা অ্যাকাউন্ট তৈরি হয়েছে তা একাংশ শতাংশ অরিজিনাল। রয়েছে ব্লু টিকে হলমার্কও। সেখানে জন্মদিনে কেক কাটার ছবিও পোস্ট করেছেন সৌরভ। দেখে নিন সেই অ্যাকাউন্ট।