কলকাতা: সোমবার, ২৯ জুলাই ছিল মোহনবাগানের প্রতিষ্ঠা দিবস (Mohun Bagan day) ছিল। এদিনই পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুয়ায়ী সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) দেওয়া হল 'মোহনবাগান রত্ন' (Mohun Bagan Ratna)। এই পুরস্কারের সঙ্গে আর্থিক পুরস্কারও থাকে। তবে সেই টাকা নিলেন না সৌরভ না। সম্পূর্ণ টাকাই দিলেন তিনি।
মোহনবাগান রত্ন হিসাবে দুই লক্ষ টাকা আর্থিক পুরস্কারও পাওয়ার কথা সৌরভের। কিন্তু দলের পরবর্তী তারকাদের উন্নতি সাধনে সেই টাকা ব্যবহার হোক বলে ইচ্ছাপ্রকাশ করেন সৌরভ। পুরস্কারের সম্পূর্ণ টাকাই ফিরিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। সৌরভ অতীতে সবুজ মেরুনের হয়ে খেলেওছেন। এদিন কীভাবে সৌরভকে মোহনবাগানে সই করানো হয়েছিল, সেই ঘটনার বিবরণও শোনা যায় সবুজ মেরুন সভাপতি টুটু বসুর গলায়।
এদিন মোহনবাগান দিবস উপলক্ষ্যে এমনিই সবুজ মেরুন তাঁবু দারুণভাবে সাজানো হয়েছিল। বিকেলে জমকালো অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেরা খেলোয়াড় থেকে সেরা রেফারি, না না পুরস্কার দেওয়া হয় ক্লাবের তরফে। সৌরভকে একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে মঞ্চে তোলা হয়। উত্তরীয় পরিয়ে এবং পদক দিয়ে সম্মান জানানোও হয়। সেইসব গ্রহণ করলেও, আর্থিক পুরস্কার নাকচ করে দিলেন 'মহারাজ'। ক্লাবের উন্নতির স্বার্থে তাঁর এই কর্মকাণ্ড সকল ক্রীড়াপ্রেমীরই মন জিতেছে।
সৌরভ বরাবরই ফুটবলপ্রেমী। সেন্ট জেভিয়ার্স দলকে নেতৃত্ব দিতেন। একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ক্রিকেটার নয়, ছোটবেলা তিনি স্বপ্ন দেখতেন বড় হয়ে ফুটবলার হবেন। ক্রিকেটার হওয়ার পরেও কমেনি তাঁর ফুটবল প্রেম। দিয়েগো মারাদোনার ভক্ত সৌরভ। ভাল লাগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও। বাংলার ফুটবল মাঠের খোঁজ খবরও রাখেন নিয়মিত। এদিন অনুষ্ঠানমঞ্চে সৌরভের গলায় তাঁর স্মৃতিচারণাও শোনা যায়। কীভাবে তিনি বাবার কার্ড নিয়ে প্রায়শই মোহনবাগানের খেলা দেখতে আসতেন, সেই কাহিনীও শোনা যায়।
প্রসঙ্গত, মোহনবাগানের পাশাপাশি সৌরভকে এ বছরই ইস্টবেঙ্গলও বিশেষ সম্মান জানাতে চলেছে। ১লা অগাস্ট ইস্টবেঙ্গলের তরফে ভারত গৌরব সম্মান পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেদিনই পালিত হবে ইস্টবেঙ্গল দিবস। সেদিন আবার ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট ফ্রাঞ্চাইজির এক বৈঠকে রাজধানীতে থাকার কথাও রয়েছে। তবে যা খবর, তাতে সকাল সকাল সেই বৈঠক সেরে বিকেলেই সৌরভ শহরে ফিরে আসবেন। উপস্থিত থাকবেন ইস্টবেঙ্গলের অনুষ্ঠানেও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: নিয়মরক্ষার তৃতীয় টি-২০ ম্যাচে নজরে শ্রীলঙ্কার ব্যাটিং, একাদশে কোনও বদল ঘটাবে ভারত?