কলকাতা: ভারতের অলিম্পিক দলের শুভেচ্ছা দূত হিসেবে সলমনের নিয়োগ ঘিরে বিতর্ক বেশ জোরাল আকার ধারণ করেছে। মিলখা সিংহ, যোগেশ্বর দত্ত ও গৌতম গম্ভীরের মতো ক্রীড়াব্যক্তিত্ব এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছেন। চলতি বিতর্কে কিন্তু বলিউডের দাবাং খানের পাশেই দাঁড়ালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, ভারতের অলিম্পিক দল আরও বেশি প্রচারের আলোয় এলে বা গ্ল্যামার মিশলে ক্ষতি তো কিছুই নেই। সলমন ভারতের অলিম্পিক দলের প্রচার ও গ্ল্যামারের মিশেল-দুটোই সলমনের হাত ধরে আসতে পারে বলে মন্তব্য করেছেন সৌরভ।

এই বিতর্ক নিয়ে প্রথমবার মন্তব্য করতে গিয়ে সৌরভ বলেছেন, সলমন যে জনপ্রিয় তা কেউ অস্বীকার করতে পারেন না। রিও অলিম্পিকে ভারতীয় প্রতিযোগীদের সম্পর্কে অনেক বেশি আগ্রহ বাড়াতে পারবেন তিনি। সলমন একজন এন্টারটেইনার। ওকে দূত হিসেবে নিয়োগের সিদ্ধান্তে কোনও ভুল নেই।

সৌরভ আরও বলেছেন, আরও দূত তো নিয়োগ করাই যেতে পারে। কোথাও কি লেখা আছে যে, একজনই দূত হবেন।

সৌরভ বলেছেন, অনেক ক্রীড়াবিদ রয়েছেন, যাঁরা আমাদের দেশকে গৌরবান্বিত করেছেন। তাঁরা সলমনের সঙ্গে জুটি বাঁধতে পারেন। এক্ষেত্রে আরও কয়েকজন দূত নিয়োগ হলে কিছু ক্ষতি নেই। তাঁরা সলমনের সঙ্গে হাত মিলিয়ে গ্ল্যামার-বিনোদন-খেলার মিশেল ঘটাতে পারবেন। আমাদের দেশে কয়েকজন কিংবদন্তী রয়েছেন যাঁদের এতে সামিল করা যায়।

সলমনকে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত যে আদৌ অযৌক্তিক নয়, তা তুলে ধরতে গিয়ে সৌরভ বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বিনোদন জগতের তারকাদের উপস্থিতির উদাহরণ টেনেছেন।

সলমন খানকে ঘিরে এই বিতর্ক খুব শীঘ্রই থিতিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন আইএসএল-এ আটলেটিকো ডি কলকাতা দলের সহ-মালিক সৌরভ।