নয়াদিল্লি: ক্রিকেটের সবচেয়ে বড় আসরের প্রস্তুতির জন্য কোমর বাঁধছে প্রত্যেক দল। এরইমধ্যে ভারতীয় দল তাদের সঠিক মিডল অর্ডার চূড়ান্ত করার চেষ্টা জোরকদমে চালাচ্ছে। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের একদিনের সিরিজেই টিম কম্বিনেশনের পরীক্ষানিরীক্ষার শেষ সুযোগ পাবে টিম ইন্ডিয়া।
আগামী ২ মার্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজে ভারতীয় স্কোয়াডে ঋষভ পন্তকে রাখার পক্ষে সওয়াল করলেন। তিনি বলেছেন, বিশ্বকাপের আগে পন্তকে একদিনের ক্রিকেটে খেলানো দরকার।
সৌরভ বলেছেন, টপ অর্ডারের চার ব্যাটসম্যানের পর ধোনি আসেন, পরে কেদার যাদব ছয় নম্বরে ও সাত নম্বরে আসেন হার্দিক পান্ড্য। এরপরও থাকছেন দীনেশ কার্তিক। এক্ষেত্রে পন্তের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে খেলার সুযোগ পাওয়া উচিত।
প্রাক্তন অধিনায়ক বলেছেন, ছয় নম্বরে খেললে পন্ত ম্যাচ উইনার হয়ে উঠতে পারেন। কিন্তু তাঁকে একটা সুযোগ দেওয়া উচিত। একইসঙ্গে বিরাট কোহলিকে চার নম্বরে খেলানোর বিষয়টি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন সৌরভ। তিনি বলেছেন, টপ অর্ডার অর্থাত, এক, দুই ও তিন নম্বরে রোহিত শর্মা, শিখর ধবন ও বিরাট কোহলি ভারতের শক্তি।
সৌরভ বলেছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তিন নম্বরে খেলবেন বিরাট। কিন্তু খবর কাগজে পড়েছি যে, কোচ রবি শাস্ত্রী বিরাটের চার নম্বরে খেলার কথা বলছেন। আমি বুঝতে পারছি না, তাহলে তিন নম্বরে কে খেলবে। মনে হচ্ছে সেক্ষেত্রে অম্বাতি রায়ডু তিন নম্বরে এবং বিরাট চার নম্বরে আসবে। কিন্তু এটা সঠিক বলে মনে হচ্ছে না। কেননা, বিরাট তিন নম্বরেই বড় ব্যাটসম্যান।
সৌরভের আগে খোদ নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদও বলেছেন যে, তাঁদের কাছে পন্ত ইতিবাচক মাথাব্যাথা। ও খুব ভালো খেলছে এবং ওকে টিমে নেওয়া যেতেই পারে।
এর পাশাপাশি, বিশ্বকাপ দলে আজিঙ্কা রাহানে ও বিজয় শঙ্করের সম্ভাবনাও খারিজ করেননি।