আমেদাবাদ: ভারতের বোর্ডের মসনদের মতোই বিশ্বমঞ্চের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাতেও আসমুদ্রহিমাচলের প্রতিনিধি সৌরভ গঙ্গোপাধ্যায়। আমেদাবাদে এদিন বসেছিল ভারতীয় ক্রিকেটর কনট্রোল বোর্ডের (বিসিসিআই) ৮৯তম বার্ষিক বৈঠক। যে অ্যানুয়েল জেনারেল মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে আইসিসি বোর্ড অফ ডিরেক্টরস ও সেই সমতুল যে কোনও সংস্থাতেও প্রতিনিধিত্ব করবেন ভারতীয় বোর্ডের শীর্ষ প্রতিনিধিরাই।


বোর্ডের বার্ষিক সভায় এই সিদ্ধান্তের জেরে নিশ্চিত হয়ে যায় আইসিসি-র বোর্ড অফ ডিরেক্টরে ভারতীয় বোর্ডের ডিরেক্টর থাকছেন বোর্ড প্রেসিডেন্ট মহারাজই। আর আইসিসি-র চিফ এগজিকিউটিভ কমিটিতে আগের মতো ভারতীয় বোর্ডের প্রতিনিধিত্ব করবেন বিসিসিআই সচিব জয় শাহ।

এদিনের বৈঠকেই আট থেকে বাড়িয়ে দশ দলের আইপিএল করার সিদ্ধান্তও গৃহিত হয়। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট নথিভুক্ত হবে কি না, সে নিয়ে আইসিসি-র কাছে স্পষ্ট উত্তরের প্রত্যাশায় দাবিও জানানোর কথাও উঠেছে।



প্রথম শ্রেণিতে খেলে অবসর নেওয়া সমস্ত ক্রিকেটারদের জন্য মেডিকেল রি-ইমবার্সমেন্টের অর্থ বাড়িয়ে ১০ লক্ষ করার সিদ্ধান্ত হয়েছে। আম্পায়ার ও স্কোরারদের অবসরের বয়স বাড়িয়ে করা হয়েছে ৬০।এদিনই বেছে নেওয়া হয়েছে নতুন নির্বাচক কমিটিও। চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন চেতন শর্মা। তিনি ছাড়াও আবে কুরুভিলা ও দেবাশিস মোহান্তি স্থান পেয়েছেন কমিটিতে।

এদিকে আগামী বছরের টি-২০ বিশ্বকাপের জন্য ভেনুও বেছে নেওয়া হয়েছে। যেখানে প্রত্যাশিতভাবেই স্থান পেয়েছে কলকাতা। কল্লোলিনী ছাড়াও মুম্বই, আমেদাবাদ, ধর্মশালা, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি ও মোহালিতে হবে বিশের বিশ্বকাপের ম্যাচগুলো।

আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের এজিমে। ঢেলে সাজানো হবে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিকে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে গঠিত হবে আঞ্চলিক অ্যাকাডেমিও।