কলকাতা: ফের ব্যাট হাতে ‘দাদা’। না, কোনও স্টেডিয়ামে নয়। রাস্তায়। গলির ক্রিকেটে ব্যাট হাতে সৌরভ গঙ্গোপাধ্যায়। সারা বিশ্বের বিভিন্ন স্টেডিয়াম দেখেছে এই বাঁ-হাতি ব্যাটসম্যানের দাপট। এখন সিএবি সভাপতি তিনি। কিন্তু ব্যাট দেখে দাপুটে প্রশাসকের আড়ালে থাকা ক্রিকেটপ্রেমীদের প্রিয় দাদা ফের ফিরে গেলেন ফেলে আসা দিনগুলিতে। হোক না সে কলকাতার একেবারে নিজস্ব গলি ক্রিকেট, ব্যাট হাতে ভারতের অন্যতম সেরা অধিনায়ককে দেখার মজাটাই আলাদা। শহরের এক সরু গলিতে শিশু-কিশোরদের সঙ্গে সৌরভের ব্যাটিংয়ের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। রবিবারের সকালে ব্যাট হাতে সটান নেমে পড়েছেন দাদা। ভিডিওতে দেখা যাচ্ছে, বাঁ হাত তো বটেই ডানহাতেও ব্যাটিং করেছেন সৌরভ।


আট বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সৌরভ। কিন্তু অনুরাগীরাদের স্মৃতিতে এখনও অমলিন তাঁর স্ট্যান্স, সেই বিখ্যাত লফটেড শট। গলিতে যখন তিনি একের পর এক বলে সেই চেনা শটগুলো খেলছেন, তখন আশেপাশের লোকজন অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছেন।

ছয় মিনিটের ওই ভিডিও সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।