রাঁচি: মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যৎ নিয়ে তাঁর সঙ্গে বোর্ডের ভাবী প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোনও কথা হয়নি বলে জানালেন বর্তমান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর আশা, সৌরভের যখন প্রয়োজন হবে, তখন তিনি ঠিকই তাঁর সঙ্গে যোগাযোগ করে নেবেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম নিয়েছেন প্রাক্তন অধিনায়ক ধোনি। বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি ধোনিকে। এমনকী, বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজেও তাঁকে দেখা যাবে না। রাঁচি ধোনির ঘরের মাঠ। সেখানেই চলছিল ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় তথা শেষ টেস্ট। ঘটনাক্রমে, ভারতীয় ড্রেসিং রুমে দেখা করে আসেন প্রাক্তন অধিনায়ক।
বোর্ডের ভাবী সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর, সৌরভ জানিয়েছিলেন, ধোনির ভবিষ্যৎ নিয়ে তিনি প্রাক্তন অধিনায়কের পাশাপাশি জাতীয় নির্বাচকদের সঙ্গেও কথা বলবেন। জানার চেষ্টা করবেন, তাঁদের মনে কী রয়েছে।
এদিন কোহলি জানান, বোর্ড সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পরই, তিনি সৌরভকে অভিনন্দন জানিয়েছেন। অধিনায়ক বলেন, এটা সত্যিই দারুণ যে সৌরভ বোর্ড সভাপতি হচ্ছেন। তবে, ওঁর সঙ্গে আমার বা মাহির কোনও কথা হয়নি। ওঁর যখন সময় হবে, নিশ্চয় আমাদের সঙ্গে কথা বলে নেবেন।
সৌরভ জানিয়েছিলেন, তিনি কোহলির সঙ্গে ২৪ তারিখ কথা বলবেন। কারণ, তাঁর বিশ্বাস বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে অধিনায়ক অব্যাহতি চান কি না, তা একান্তভাবেই কোহলির ওপরই নির্ভর করছে।
ধোনিকে নিয়ে সৌরভের সঙ্গে কোনও কথা হয়নি: কোহলি
Web Desk, ABP Ananda
Updated at:
22 Oct 2019 07:44 PM (IST)
বোর্ডের ভাবী সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর, সৌরভ জানিয়েছিলেন, ধোনির ভবিষ্যৎ নিয়ে তিনি প্রাক্তন অধিনায়কের পাশাপাশি জাতীয় নির্বাচকদের সঙ্গেও কথা বলবেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -