চা-চক্রে বঙ্গ-ব্রিগেডের প্রশংসায় সৌরভ
ABP Ananda, web desk | 02 Nov 2016 09:35 PM (IST)
কলকাতা: ৩ ম্যাচে ১৫ পয়েন্ট৷ রঞ্জিতে দুরন্ত পারফরমেন্স বাংলার৷ আর, তার সুবাদেই টিম বাংলাকে এদিন সিএবি-তে এক চা-চক্রে আমন্ত্রণ জানান সৌরভ গঙ্গোপাধ্যায়৷ বঙ্গ-ব্রিগেডকে এদিন প্রশংসায় ভরিয়ে দেন তিনি৷ শুধু তাই নয়, পরবর্তী রঞ্জি ম্যাচগুলিতে কীভাবে এগোতে হবে, কোন পথে পারফরমেন্সের আরও উন্নতি সম্ভব, তা নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক৷