আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। শুরুতেই রোহিত শর্মার (৫) উইকেট হারায় ভারত। এরপর শিখর ধবনকে (১০৯) সঙ্গে নিয়ে দুরন্ত পার্টনারশিপ গড়ে তোলেন বিরাট। তাঁরা দু’জনেই দুর্দান্ত ব্যাটিং করেন। তাঁদের জুটিতে ১৫৮ রান যোগ হয়। ফলে ভারতীয় দলের বড় রান তুলতে কোনও সমস্যা হয়নি। এই সিরিজে তৃতীয় শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন বিরাট। কিন্তু ৭৫ রানের মাথায় ক্রিস মরিসের বলে ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।
ভারতীয় ইনিংসের ৩৪.২ ওভারের মাথায় বজ্রপাতের জন্য বন্ধ যায় খেলা। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর ফের শুরু হয় খেলা। এরপরেই মর্নি মর্কেলের বলে এবি ডিভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ধবন। অজিঙ্ক রাহানে (৮), শ্রেয়াসর আয়াররা (১৮) বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। হার্দিক পাণ্ড্য (৯), ভুবনেশ্বর কুমারও (৫) দ্রুত ফিরে যান। ফলে শেষদিকে রান বাড়াতে পারেনি ভারত। মহেন্দ্র সিংহ ধোনি ৪২ রানে অপরাজিত থাকেন। ভারত করে ৭ উইকেটে ২৮৯ রান।
ভারতীয় ইনিংসের মাঝপথে বজ্রপাতের জেরে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুতেও বৃষ্টির জন্য ফের বন্ধ হয়ে যায় খেলা। ২৯০ রান তাড়া করতে নেমে ৭.২ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ছিল এক উইকেটে ৪৩। সেই সময় বন্ধ হয়ে যায় খেলা। তার আগেই এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামকে (২২) ফিরিয়ে দেন জসপ্রীত বুমরাহ। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর স্থানীয় সময় অনুযায়ী রাত সাড়ে আটটায় শুরু হয় খেলা।
দ্বিতীয়বার আবহাওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়ার পর ফের শুরু হওয়ার পর দক্ষিণ আফ্রিকার ইনিংসে ওভার সংখ্যা কমে হয় ২৮। আমলাদের পরিবর্তিত টার্গেট হয় ২০২। ৫ উইকেট হারিয়ে সেই রান তুলে নিল দক্ষিণ আফ্রিকা। হেইনরিখ ক্লাসেন (২৭ বলে অপরাজিত ৪৩) ও অ্যান্ডিল ফেলুকওয়ায়ো (৫ বলে অপরাজিত ২৩) জুটিই দক্ষিণ আফ্রিকাকে জিতিয়ে দিল।
সিরিজের প্রথম তিনটি ম্যাচই জিতে দারুণ জায়গায় ছিল ভারতীয় দল। আজ জিতলেই একদিনের সিরিজ দখল করে নিত বিরাটের দল। কিন্তু শেষদিকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের রং বদলে যায়।
এই ম্যাচে ভারতীয় দলে একটাই বদল হয়। কেদার যাদবের বদলে দলে আসেন শ্রেয়াস। দক্ষিণ আফ্রিকা দলে দু’টি বদল হয়। খায়া জন্ডোর বদলে দলে আসেন এবি ডিভিলিয়ার্স এবং ইমরান তাহিরের বদলে দলে আসেন মর্কেল।
ভারতীয় দল- রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, শ্রেয়াস আয়ার, মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পাণ্ড্য, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ।দক্ষিণ আফ্রিকা দল- হাশিম আমলা, এইডেন মার্করাম (অধিনায়ক), জিঁ পল ডুমিনি, এবি ডিভিলিয়ার্স, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ক্রিস মরিস, অ্যান্ডিল ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, লুঙ্গিসানি এনগিডি ও মর্নি মর্কেল।