জোহানেসবার্গ: করোনাভাইরাসের কারণে ভারতের একদিনের সিরিজ বাতিল হওয়ার পর দেশে ফিরে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। কিন্তু নোভেল করোনাভাইরাস সংক্রমণের বিপদের কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের নিয়ে বড়সড় পদক্ষেপ নিল। ভারত সফর থেকে ফিরে আসা দলের সমস্ত খেলোয়াড়দের আগামী ১৪ দিন সেল্ফ কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
দলের প্রধান মেডিক্যাল অফিসার শুয়েইব মঞ্জরা সংবাদমাধ্যমকে বলেছেন, সমস্ত প্লেয়ারদের স্বেচ্ছায় ন্যূনতম ১৪ দিন নিজেদের বিচ্ছিন্ন ও সামাজিক দূরত্ব রাখার সুপারিশ করা হয়েছে। এমনটাই তাঁদের আশেপাশের লোকজনের সুরক্ষার সঠিক নির্দেশিকা বলেই আমরা মনে করছি। এই সময়ের মধ্যে তাঁদের কারুর মধ্যে যদি কোনও উপসর্গ বা উদ্বেগজনক কিছু দেখা যায়, তাহলে তা যথাযথভাবে খতিয়ে দেখে মোকাবিলা করার বিষয়টি আমরা নিশ্চিত করব।
প্রোটিয়াদের ভারতে গত ১২ মার্চ থেকে ১৮ মার্চ তিনটি একদিনের ম্যাচ খেলার কথা ছিল। ধর্মশালায় বৃষ্টির জন্য প্রথম ম্যাচ ভেস্তে যায়। এরপর বিসিসিআই করোনাভাইরাসজনিত পরিস্থিতির কথা মাথায় রেখে সিরিজের বাকি দুটি ম্যাচ বাতিল করে।
দ্বিতীয় ম্যাচ খেলতে দুই দলই লখনউ-তে পৌঁছে গিয়েছিল। সেই সময়ই বোর্ড ম্যাচ বাতিলের সিদ্ধান্তের ঘোষণা করে। এরপর দক্ষিণ আফ্রিকা দল কলকাতায় আসে এবং এরপর দুবাই হয়ে দেশে ফিরে যায়।
করোনাভাইরাস অতিমারির কারণে দক্ষিণ আফ্রিকায় আগামী দুই মাস যাবতীয় ক্রিকেট ম্যাচ বাতিল করা হয়েছে।