আগামী মাসে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। তিনটি টি-২০ এবং তিনটি টেস্ট ম্যাচ খেলবে দু’দল। ১৫ সেপ্টেম্বর প্রথম টি-২০ ম্যাচ। প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২ অক্টোবর থেকে। টি-২০ সিরিজের দলে রাখা হয়নি লুঙ্গি এনগিডি, থিউনিস ডি ব্রুইন ও এইডেন মার্করামকে। তাঁরা অবশ্য টেস্ট সিরিজের দলে আছেন। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় এ দলের বিরুদ্ধে চারদিনের ম্যাচ খেলে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নেবেন এনগিডিরা।