শ্রীলঙ্কাকে ৫-০ উড়িয়ে একদিনের ক্রিকেটে এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা
Web Desk, ABP Ananda | 11 Feb 2017 02:41 PM (IST)
দুবাই: ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ৫-০ ফলে হারিয়ে ফের আইসিসি একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এল দক্ষিণ আফ্রিকা। এবি ডিভিলিয়ার্সদের রেটিং ১১৯। এই সিরিজ শুরু হওয়ার আগে এক নম্বর অস্ট্রেলিয়ার থেকে রেটিংয়ে চার ধাপ পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু তারা শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ২-০ হার প্রোটিয়াদের এক নম্বরে পৌঁছে দিয়েছে। ভারতীয় দল এখন একদিনের র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে আছে। তিনে নিউজিল্যান্ড এবং পাঁচে ইংল্যান্ড। সাত ও আট নম্বরে যথাক্রমে বাংলাদেশ ও পাকিস্তান। জুনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই র্যাঙ্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।