ডারবান: বিতর্কিত মন্তব্য। তার জেরে শাস্তি পেতে হল দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার ডেভিড টিগারকে। তিনি যুব দলের অধিনায়ক ছিলেন। কিন্তু ক্রিকেটের বাইরের একটি স্পর্শকাতর ইস্যু নিয়ে মন্তব্য করে বসেছিলেন টিগার। ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধকে কেন্দ্র করে ইজরায়েলের পক্ষে টিগারের মন্তব্য শোরগোল ফেলে দিয়েছিল। যার ফলে অধিনায়ক পদ থেকে বরখাস্ত করা হল টিগারকে। সামনেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। তার আগে প্রোটিয়া ক্রিকেটের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হল শুক্রবার। তবে বিবৃতিতে জানানো হয়েছে যে অধিনায়কত্ব হারালেও ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে থাকতে পারবেন টিগার।
বিবৃতিতে প্রোটিয়া দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ''এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা নজর দিয়ে দেখা উচিত। বিশ্বকাপে নিরাপত্তাকে কেন্দ্র করে আমরা লাগাতার খবর পাচ্ছি এবং আমাদের বলা হয়েছে যে টুর্নামেন্টে ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ নিয়ে প্রতিবাদ দেখা যেতে পারে। এছাড়াও আমাদের বলা হয়েছে যে ডেভিড টিগারের অবস্থানের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এটা আমাদের দায়িত্ব সকলের ভালো-মন্দ দেখা। এটা আমাদের দায়িত্ব দেখার যাতে কোনও জাতি বা গোষ্ঠীর মধ্যে কোনও রকমের অশান্তি যেন না লাগে। আমারা সবরকমের নিয়ম মেনে চলতে বাধ্য। যাই হোক না কেন, সিএসএ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আসন্ন বিশ্বকাপে ডেভিড টিগারকে অধিনায়ক পদ থেকে সরানোর। আমরা সবদিক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি।'' উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে ইজরায়েলি সেনাবাহিনীর হয়ে গলা ফাটান টিগার। তাঁকে বলতে শোনা গিয়েছিল, আমাকে উঠতি তারকা হিসেবে পুরস্কৃত করা হয়েছিল। তবে ইজরায়েলের তরুণ সেনারাই আসল তারকা।
টি-টোয়েন্টিতে অধিনায়ক হয়ে লজ্জার রেকর্ড শাহিনের
ম্যাচে পাকিস্তানের অধিনায়ক হিসেবে প্রথমবার মাঠে নেমেছিলেন শাহিন আফ্রিদি। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে প্রথমবার জাতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথমবার নেমেছিলেন বাঁহাতি পাক পেসার। আর নেতা হিসেবে প্রথম ম্যাচ কিন্তু একেবারেই সুখকর হল না শাহিনের জন্য। এক ওভারে ২৪ রান খরচ করলেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে ফিন অ্যালেনের সামনে রীতিমত নাস্তানাবুদ হতে হল শাহিনকে। সেই ওভারে পাঁচটি বলে ফিন অ্যালেন রান করেন ৬, ৪, ৪, ৪, ৬। অধিনায়ক হিসেবে নিজের প্রথম আন্তর্জাতিক ম্য়াচে এত খারাপ বোলিং আর কোনও বোলার আগে করেননি। নিজের ৪ ওভারের স্পেলে ৩ উইকেট তুলে নিলেও ৪৬ রান খরচ করেন এই পেসার।