কেপ টাউন: ওপেনার ডেভিড ওয়ার্নারের ১৭৩ রানের অসাধারণ ইনিংসও অস্ট্রেলিয়াকে জেতাতে পারল না। ঘরের মাঠে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রতিটি জিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা।
সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩২৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। রিলি রসু ১২২ এবং জেপি ডুমিনি ৭৩ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ২৯৬ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ওয়ার্নার ছাড়া আর কেউই বড় রান করতে পারেননি।
একদিনের ক্রিকেটে এক নম্বর দল অস্ট্রেলিয়ার কাছে এই হার বড় ধাক্কা। এই প্রথম পাঁচ ম্যাচের একদিনের সিরিজে হোয়াইটওয়াশের লজ্জার মুখে পড়তে হল অস্ট্রেলিয়াকে। ওয়ার্নাররা এখনও এক নম্বরেই আছেন। কিন্তু দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা মাত্র ২ পয়েন্ট পিছনে রয়েছে।
সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি বলেছেন, তাঁরা যোগ্য দল হিসেবেই এই জয় পেয়েছেন। দলের প্রত্যেকে অসাধারণ খেলেছেন। অস্ট্রেলিয়ার প্রতিটি চ্যালেঞ্জের জবাব দিয়েছেন তাঁরা। দলের জন্য তিনি গর্বিত। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের সুরেই ওয়ার্নারের অসামান্য ইনিংসের প্রশংসা করেছেন ডু প্লেসি।
একদিনের সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা
Web Desk, ABP Ananda
Updated at:
13 Oct 2016 06:09 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -