দেখুন: রুমাল হয়ে গেল লাঠি, উইকেট নেওয়ার পর মাঠে ম্যাজিক তাবরেজ সামসির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Dec 2019 02:50 PM (IST)
ক্রিকেট খেলায় উইকেট নেওয়ার পর বোলারদের বা সেঞ্চুরি করে ব্যাটসম্যানদের উচ্ছ্বাস প্রকাশের সঙ্গে দর্শকরা পরিচিত। এরইমধ্যে এমন অনেক খেলোয়াড় রয়েছেন, যাঁদের সেলিব্রেশনের ধরন আলাদা করে নজর কাড়ে। আর এমনই একটি ভিন্ন ধরনের সেলিব্রেশনের মাধ্যমে সবাইকে তাজ্জব করে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার রিস্ট স্পিনার তাবরেজ সামসি।
নয়াদিল্লি: ক্রিকেট খেলায় উইকেট নেওয়ার পর বোলারদের বা সেঞ্চুরি করে ব্যাটসম্যানদের উচ্ছ্বাস প্রকাশের সঙ্গে দর্শকরা পরিচিত। এরইমধ্যে এমন অনেক খেলোয়াড় রয়েছেন, যাঁদের সেলিব্রেশনের ধরন আলাদা করে নজর কাড়ে। আর এমনই একটি ভিন্ন ধরনের সেলিব্রেশনের মাধ্যমে সবাইকে তাজ্জব করে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার রিস্ট স্পিনার তাবরেজ সামসি। দক্ষিণ আফ্রিকায় এমজানসি সুপার লিগে পার্ল রকসের হয়ে খেলার সময় উইকেট নেওয়ার সামসির অভিনব সেলিব্রেশনের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। টি ২০ টুর্নামেন্টে এমন সেলিব্রেশন সামসি করলেন যা ক্রিকেট মাঠে খুব একটা দেখা যায়নি। উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ম্যাজিক দেখালেন তিনি। ভিডিওতে দেখা গিয়েছে, বিপক্ষ দল ডারবান হিটের তারকা ব্যাটসম্যান ডেভিড মিলারকে আউট করার পর পকেট থেকে রুমাল বের করেন তিনি। ওপর রুমাল ওড়ানোর পরই যা ‘জাদুদণ্ডে’র আকার নেয়। সামসির এ ধরনের সেলিব্রেশন নতুন নয়। নভেম্বরে জোজি স্টার্সের বিরুদ্ধে উইকেট নিয়ে একই ধরনের ম্যাজিক দেখিয়েছিলেন তিনি।