কেপটাউন: দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার বিরুদ্ধে ব্যক্তিগত লড়াইয়ে হেরে গেলেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। রাবাদার বলে পরপর পাঁচটি বাউন্ডারি মারলেও, শেষপর্যন্ত বোল্ড হয়ে যান ওয়ার্নার। তাঁকে আউট করে উল্লসিত হয়ে উইকেটের দিকে ছুটে গেলেও, ব্যাটসম্যানের কাছাকাছি যাননি রাবাদা। যদিও মাঠের বাইরে বিতর্কে জড়ান ওয়ার্নার। আউট হয়ে তিনি যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন সদস্যদের জন্য নির্দিষ্ট প্যাভিলিয়ন থেকে এক দর্শক তাঁর উদ্দেশে কিছু মন্তব্য করেন। ঘুরে দাঁড়িয়ে জবাব দেন অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান।
এই সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথকে আউট করার পর তাঁকে ধাক্কা মারেন রাবাদা। এর জন্য তিনি দু’টি টেস্টে নির্বাসিত হন। তাঁকে তিনটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আবেদন জানান রাবাদা। নিরপেক্ষ বিচারক জানান, স্মিথকে রাবাদা ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারেননি বলেই মনে হচ্ছে। ফলে তাঁর বিরুদ্ধে আইসিসি আচরণবিধির লেভেল ওয়ান ধারা লঙ্ঘন করার দায়ে ব্যবস্থা নেওয়া যেতে পারে। ফলে রাবাদার নির্বাসন উঠে যায়। তিনি দ্বিতীয় টেস্টের পর তৃতীয় টেস্টেও খেলছেন।
ডুয়েল জিতলেন রাবাদা, মাঠের বাইরে বিতর্কে ওয়ার্নার
Web Desk, ABP Ananda
Updated at:
23 Mar 2018 06:27 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -