মুম্বই: অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে ইউরোপের দুই শক্তির লড়াই। ইংল্যান্ড আগেই ব্রাজিলকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গিয়েছিল। দ্বিতীয় সেমিফাইনালে মালিকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল স্পেনও। শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামবে দুই দল। ব্রাজিল ও মালি তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচে খেলতে নামবে।


মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে আজ স্পেনের তিকিতাকার সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি মালি। ১৯ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করে স্পেনকে এগিয়ে দেন আবেল রুইজ। ৪৩ মিনিটে তিনিই ব্যবধান বাড়ান। ৭১ মিনিটে ব্যবধান বাড়ান ফেরান তোরেস। তিন মিনিট পরে একটি গোল শোধ করেন লাসান এন’দিয়ায়ে। দু’মিনিট পরে মালি আরও একটি গোল করে। তবে সেটি বাতিল করেন রেফারি। এর আগে ৬১ মিনিটেও মালির একটি গোল বাতিল করেন রেফারি। বলটি গোললাইন পেরিয়ে গিয়েছিল। কিন্তু সেটি রেফারির দৃষ্টি এড়িয়ে যায়। এই গোলদু’টি হলে হয়তো খেলায় ফিরতে পারত মালি। তবে সেটা হয়নি। ফলে শেষপর্যন্ত সহজ জয় পায় স্পেন।