মাদ্রিদ: ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে কি আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে? স্পেনের আইনজীবীরা অন্তত এমনটাই চাইছেন। নেইমারের সঙ্গে তাঁর বাবা নেইমার দা সিলভা স্যান্টোস, মা নাদিন, বার্সেলোনার প্রাক্তন প্রেসিডেন্ট স্যান্দ্রো রসেল এবং বার্সেলোনা ক্লাবের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন আইনজীবীরা। তাঁরা চাইছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

 

২০১৩ সালে ব্রাজিলের ক্লাব স্যান্টোস থেকে বার্সায় যোগ দেন নেইমার। কিন্তু তাঁর ট্রান্সফারের ক্ষেত্রে প্রতারণার অভিযোগ ওঠে। ব্রাজিলের বিনিয়োগ সংক্রান্ত সংস্থা ডিআইএস গ্রুপের হাতে নেইমারের খেলা সংক্রান্ত স্বত্ত্বের ৪০ শতাংশ ছিল। কিন্তু স্যান্টোস ও বার্সা চুক্তির সময় এই তথ্য গোপন করে। বার্সেলোনার সদস্য-সমর্থকরা অভিযোগ দায়ের করার পরেই এই ঘটনা ফাঁস হয়। এর জেরে রসেল পদত্যাগ করতে বাধ্য হন।

 

স্পেনের আইনজীবীদের অভিযোগ, সরকারিভাবে চুক্তি অনুযায়ী নেইমারকে ৫ কোটি ৭১ লক্ষ ইউরো দেয় বার্সা। এর মধ্যে ৪ কোটি ইউরো পায় নেইমারের বাবার সংস্থা। স্যান্টোস এবং ডিআইসএস গ্রুপকে দেওয়া হয় যথাক্রমে ১ কোটি ৭১ লক্ষ ইউরো এবং ৬৮ লক্ষ ইউরো। কিন্তু আসলে চুক্তির অঙ্ক অন্তত ৮ কোটি ৩৩ লক্ষ ইউরো। বাড়তি অর্থ পেয়েছেন নেইমার, তাঁর পরিবার এবং স্যান্টোস ক্লাব। এই দুর্নীতিরই বিচার চাইছেন আইনজীবীরা।

 

নেইমার এবং তাঁর বাবা অবশ্য এর আগে বেশ কয়েকবার এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, তাঁরা কোনও অন্যায় করেননি। কিন্তু এবার বিপাকে পড়তে পারেন বার্সার এই তারকা।