মাদ্রিদ: স্পেনে আয়কর না দেওয়ার জেরে দু’বছরের কারাদণ্ড এড়ানোর জন্য ১৯ মিলিয়ন ইউরো দিচ্ছেন সদ্য জুভেন্তাসে যোগ দেওয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্পেনের আয়কর বিভাগের কর্তারা এতে আপত্তি জানাননি। ফলে রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকার আর কোনও সমস্যা থাকছে না। তাঁকে অবশ্য এমনিতেও জেলে যেতে হত না। কারণ, স্পেনের আইন অনুযায়ী, প্রথমবার অহিংস অপরাধ করলে কাউকে যদি দু’বছরের কারাদণ্ড দেওয়া হয়, তাহলে জেলে যেতে হয় না। তা সত্ত্বেও মামলাটি মিটিয়ে নেওয়ার জন্যই বকেয়া কর দিয়ে দিলেন রোনাল্ডো।

রিয়ালে খেলার সময় আয় গোপন করার অভিযোগ ওঠে পর্তুগালের এই তারকার বিরুদ্ধে। গত বছরের জুলাইয়ে তাঁকে মাদ্রিদের আদালতে হাজিরা দিতে হয়। আয় গোপন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় কারাদণ্ড হয়। তবে এই মামলা এবার মিটে গেল।