কলকাতা: আইপিএলে গ্রুপ লিগের শেষ ম্যাচে জয়ে ফিরল নাইটরা৷। হারদরাবাদকে হারাল ২২ রানে৷ প্লে-অফে টিম কলকাতা৷


নক-আউটের আগেই নক-আউট ম্যাচ৷ রবিবার ইডেনে হায়দরাবাদ ম্যাচ টিম কলকাতার কাছে ছিল বস্তুত এইরকমই৷ ডু অর ডাই৷ মরণ-বাঁচন লড়াই৷ হার মানেই আইপিএল থেকে ছিটকে যাওয়ার ভ্রুকুটি৷

এদিন টসে জিতে ফিল্ডিং নেন ডেভিড ওয়ার্নার৷ ব্যাট করতে নেমে ৫৭ রানের মধ্যে উথাপ্পা, মুনরো ও গম্ভীরের উইকেট হারায় নাইট বাহিনী৷ কিন্তু, রুখে দাঁড়ায় কলকাতার মিডল অর্ডার৷ সৌজন্যে দুরন্ত মণীশ ও বিধ্বংসী ইউসুফ৷ মণীশ পাণ্ডের ৩০ বলে ৪৮ ও পঠানের ৩৪ বলে ৫২-এর ইনিংসের সৌজন্যেই ২০ ওভারে ১৭১-এ গিয়ে পৌঁছয় কেকেআরের স্কোর৷

জবাবে দাপটের সঙ্গেই শুরু সানরাইজার্সের৷ ওয়ার্নার ও ধবনের হাত ধরে তরতরিয়ে এগোতে থাকে হায়দরাবাদের স্কোরবোর্ড৷ তারপরই প্রত্যাবর্তন নাইট স্পিনারদের৷ হায়দরাবাদের মেরুদণ্ড একাই ভেঙে দিলেন নারিন ৩ উইকেট তুলে নিয়ে৷ পাশাপাশি, কুলদীপ যাদবের দুরন্ত স্পেল৷ তাঁর ঝুলিতে ২ টি৷ একমাত্র প্রতিরোধ আসে ধবনের ব্যাট থেকে৷ অর্ধশতরান করেন তিনি৷ কিন্তু, পাশে কাউকে পাননি তিনি৷ ১৪৯ রানেই অস্তে গেল সানরাইজার্স৷ ২২ রানে জয় টিম কলকাতার৷ আর, ফের ম্যাচ উইনিং পারফরমেন্সের জোরে ম্যাচের সেরা ইউসুফ পঠান৷