কলকাতা: অবশেষে এবারের আইপিএলে প্রথম ম্য়াচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালসকে ছয় উইকেটে হারাল মুম্বই। কেকেআরের হয়ে অনুশীলনে নেমে পড়লেন লিটন দাস। খেলার সারাদিনের সব খবর এক নজরে।


মুম্বইয়ের জয়


অবশেষে এ মরসুমের আইপিএলে নিজেদের প্রথম দুই পয়েন্ট ঘরে তুলল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার ৬১ রানে ভর করে দিল্লি ক্যাপিটালসকে ছয় উইকেটে হারাল পল্টনরা। রোহিতের পাশাপাশি তিলক বর্মা ৪১ ও ইশান কিষাণ ৩১ রানের ইনিংস খেলে মুম্বইয়ের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দিল্লি প্রথমে ব্যাট করে অক্ষরের পটেলের ৫৪ ও ডেভিড ওয়ার্নারের ৫১ রানে ভর করে ১৭২ রান তোলে। তবে লড়াই করার মতো রান তুললেও, দুই পয়েন্ট ঘরে তুলতে পারল না দিল্লি।


কেকেআরের অনুশীলনে লিটন


রবিবারই বাংলাদেশ থেকে কলকাতায় চলে এসেছেন লিটন দাস। সরাসরি নাইট শিবিরে যোগ দিয়েছেন তিনি। বিসিবির লিটনদের আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া নিয়ে না নারকম জল্পনা-কল্পনা শোনা গেলেও, সেইসব জল্পনার অবসান ঘটিয়ে কলকাতায় এসে পড়লেন লিটন। সাময়িক বিশ্রাম নিয়ে এবার অনুশীলনেও নেমে পড়লেন কেকেআর দলের বাংলাদেশি তারকা। মঙ্গলবার নাইট শিবিরে চেনা ছন্দে দেখা গেল তারকা ব্যাটারকে। বেশ খানিকটা সময় অনুশীলনে ঘাম ঝড়ালেন তিনি। ব্যাটিং করতে নেমে কয়েকটা বড় শটও হাঁকান লিটন। 


বিরাটের পুলসেশনে ভামিকা


বর্তমানে ভারতীয় ক্রীড়াজগতে বিরাট কোহলির (Virat Kohli) থেকে বড় তারকা খুঁজে পাওয়া খুবই কঠিন। বিরাটের প্রতিটি পদক্ষেপের দিকে সর্বদাই পাপারাৎজির নজর থেকে। তিনি যাই করেন, তাই শিরোনাম দখল করে নেয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আজ, মঙ্গলবার, ১১ এপ্রিল বিরাট নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, যা মুহূর্তের মধ্যেই ভাইরালও হয়ে যায়। 



বিরাটের পোস্ট করা ছবিতে তাঁর পাশে তাঁর মেয়ে ছোট্ট ভামিকাকেও পুলের ধারে বসে থাকতে দেখা যায়। বিরাট দুইজনের ছবির ক্যাপশনে একটি হৃদয়ের ইমোজি দেন। এপ্রিলের তপ্ত গরমে পুলে সময় কাটানো নতুন কিছু নয়। ম্যাচ শেষে অনেক খেলোয়াড়ই ক্লান্তি দূর করতে পুলে নামা পছন্দ করেন। তবে বিরাটের জনপ্রিয়তা এতটাই যে, তাঁর একরত্তির সঙ্গে দেওয়া এই ছবিটা শেয়ার করার সঙ্গে সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।



প্রকাশ্যে ধোনির সংস্থার পোস্টার


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে প্রযোজনা সংস্থা তৈরি করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। আপাতত তারকা ক্রিকেটার ব্যস্ত আইপিএল (IPL) নিয়ে, আর তার মধ্যেই প্রকাশ্যে এল তাঁর প্রযোজনা সংস্থার প্রথম ছবির ঘোষণা। এই সংস্থার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছেন ধোনি-পত্নী সাক্ষী সিংহ ধোনি (Sakshi Singh Dhoni)-ও। তাঁদের সংস্থার প্রথম ছবি 'এলজিএম-লেটস গেট ম্যারেড' (Lets Get Married)-এর ফার্স্ট লুক এল প্রকাশ্যে। 


পোস্টারে দেখা গিয়েছে হরিশ কল্যাণ (Harish Kalyan), নাদিয়া (Nadiya) ও ইভানা (Ivana)-কে। ছবির পরিচালনা করছেন রমেশ থামিলমনি (Ramesh Thamilmani)। ছবির প্রযোজনা করছেন বিকাশ হাসিজা ও অ্যাসোসিয়েট প্রজিউসর শর্মিলা জে রাজা। সোশ্যাল মিডিয়ায় এই ছবির পোস্টার শেয়ার করে নিয়েছেন ধোনি স্বয়ং। তাঁর প্রযোজনা সংস্থা থেকেও এই ছবির পোস্টার শেয়ার করে নেওয়া হয়েছে। তামিল ভাষায় মুক্তি পাবে এই ছবিটি।


প্রস্তুতিতে মগ্ন স্মিথ


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। আগামী ৭ জুন ওভালে শুরু হতে চলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার আগে নিজেকে চূড়়ান্ত প্রস্তুতির মধ্যে রেখেছেন স্টিভ স্মিথ (Steve Smith)। তারকা অজি ব্যাটার ফাইনালে নামার আগে বেশ উত্তেজিত। প্রস্তুতিতে যাতে সমস্যা না হয়, তার জন্য আইপিএল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন স্মিথ। 


ভারত সফরে টেস্ট সিরিজে স্মিথের নেতৃত্বেই খেলেছে অস্ট্রেলিয়া। ভারতীয় দল ২-১ ব্য়বধানে সিরিজে জিতে যায়। অন্যদিকে ওয়ান ডে সিরিজে যদিও অজিরা হেরে যায়। স্মিথ বলছেন, ''আইপিএল খেলছি না। কিছুদিনের বিরতি নিয়েছিলাম। ফের প্রস্তুতিতে ফিরছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার জন্য উত্তেজিত হয়ে রয়েছি। মাঠে নামার আগে নিজেকে চূড়ান্ত প্রস্তুতিতে রাখতে চাই। টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনাল। এই ফর্ম্যাটই ক্রিকেটের আসল ফর্ম্যাট। তাই নিজের ১০০ শতাংশ দিতে চাই।''


আরও পড়ুন: বল করার আগেই ব্যাটারদের ক্রিজ ছাড়া আটকাতে অভিনব পরামর্শ বেন স্টোকসের