কলকাতা: ইডেনের অ্যাওয়ে সাজঘরে আগুন। কলকাতা লিগে বড় ব্যবধানে জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। এক নজরে খেলার দুনিয়ার সারাদিনের সব খবরগুলি।


সবুজ মেরুনের বড় জয়


কলকাতা ফুটবল লিগে (CFL 2023) সবুজ-মেরুন ঝড় চলছে। বৃহস্পতিবার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই)-র বিরুদ্ধে ৫-০ গোলে জিতল মোহনবাগান (Mohun Bagan)। শনিবার ডার্বি। ডুরান্ড কাপে (Durand Cup) চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান (East Bengal vs Mohun Bagan)। তার আগে বাগান সমর্থকদের আত্মবিশ্বাস যেন অনেকটাই বেড়ে গেল বৃহস্পতিবারের বিরাট জয়ে। 


চলতি কলকাতা লিগে মোহনবাগানের যেন গোলবন্যা চলছে। চলতি লিগে ৭ ম্যাচে ২৫টা গোল করে ফেলল মোহনবাগান। এই ম্যাচ জেতার ফলে নিজেদের গ্রুপের শীর্ষে পৌঁছে গেল মোহনবাগান। সাত ম্যাচের শেষে তাদের পয়েন্ট ১৯।


ইডেনে আগুন


কয়েক মাস পরেই বিশ্বকাপের (World Cup 2023) মেগা আসর। আর তার আগে দুর্ঘটনা ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। অ্যাওয়ে ড্রেসিংরুমে আগুন লেগে তা বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল মধ্যরাতে ঘটনাটি ঘটেছে। দমকল সূত্রে খবর, রাত ১২ টা নাগাদ আগুন লেগেছিল। ক্রিকেটের নন্দন কাননের একতলায় অ্যাওয়ে ড্রেসিং রুমের (Away Dressing Room) স্টিম রুমে আগুন লেগেছিল বলে দমকল সূত্রে খবর।


অ্যাওয়ে ড্রেসিংরুম থেকে ধোঁয়া বেরোতে দেখতে পেয়ে দমকলে খোঁজ দেন ইডেন গার্ডেন্সে সংস্কারের কাজে যুক্ত কর্মীরা। যারপরই কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হয় দমকল। ৩ টি ইঞ্জিন আধঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যাচ্ছে, ফলস সিলিং সহ অ্যাওয়ে ড্রেসিংরুমের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন কীভাবে লাগল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। 


কামব্যাকের আশায় শিখর


বর্তমানে ভারতীয় দলের বাইরেই রয়েছেন শিখর ধবন (Shikhar Dhawan)। তবে তিনি প্রথম একাদশে সুযোগ না পেলেও, মনে করা হচ্ছিল এশিয়ান গেমসে (Asian Games 2023) দ্বিতীয় সারির টিম ইন্ডিয়াকে (Team India) নেতত্ব দিতে দেখা যাবে তাঁকে। কিন্তু রুতুরাজ গায়কোয়াড়কে এশিয়ান গেমসের জন্য দলের অধিনায়ক নির্বাচিত করা হয়। দলে জায়গাই পাননি শিখর। তবে আশাহত না হয়ে ভারতীয় দলে ফেরার লক্ষ্যে বদ্ধপরিকর ৩৭ বছর বয়সি শিখর।


তিনি বলেন, 'আমি (প্রত্যাবর্তনের জন্য) তৈরি থাকব। সেই কারণেই তো আমি নিজেকে সবসময় ফিট রাখি। ফেরার সম্ভাবনা এক শতাংশ থাক বা ২০ শতাংশ, সেটা তো সম্ভাবনাই। আমি (নিজের ভবিষ্যত নিয়ে) কোনও নির্বাচকের কোনও কথা বলিনি। তবে আমি এনসিএতে যাই। ওখানে যাওয়াটা উপভোগ করি। ওখানকার পরিষেবা দারুণ। এনসিএ আমার কেরিয়ারের উন্নতিতে অনেক সাহায্য করেছে এবং আমি তার জন্য খুবই কৃতজ্ঞ। আর আইপিএলের জন্যও তো নিজেকে তৈরি করতে হবে। আমি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলব এবং আশা করি, বিজয় হাজারে ট্রফিতেও অংশগ্রহণ করব।' 


ছোটদের কোচিংয়ের দায়িত্বে রানি, সর্দার


বৃহস্পতিবার ভারতীয় হকি বোর্ডের সভাপতি দিলীপ তির্কি দুই প্রাক্তন তারকা হকি খেলোয়াড় সর্দার সিংহ এবং রানি রামপালকে যথাক্রমে সাব জুনিয়ার ছেলে এবং সাব জুনিয়ার মেয়েদের দলের কোচের পদে নিয়োগ করার কথা ঘোষণা করেন। ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থার শততম বোর্ড বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে ভারতে হকির উন্নতির জন্য না না বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকের নেতৃত্বে দিলীপের পাশাপাশি ছিলেন হকি ইন্ডিয়ার সাধারণ সম্পাদক ভোলনাথ সিংহ এবং বোর্ডের কোষাধ্যক্ষ শ্রী শেখর জে মনকরণ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বিশ্বকাপের প্রচারে চমক? শহরে আসতে পারেন সহবাগ-হরভজন, ইডেন পর্যন্ত ব়্যালির পরিকল্পনা