কলকাতা: দাপুটে মেজাজ সাত উইকেটে তৃতীয় ওয়ান ডে জিতে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতল টিম ইন্ডিয়া। বিসিসিআইয়ের সভাপতি থাকছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়? খেলার দুনিয়ার সারাদিনের সব খবর এক নজরে।


ভারতের সিরিজ জয়


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে (IND vs SA 3rd ODI) জিততে ভারতের প্রয়োজন ছিল মাত্র ১০০ রান। সহজ লক্ষ্যে পৌঁছতে খুব বেশি কসরত করতে হল না ভারতীয় দলকে। শুভমন গিলের (Shubman Gill) ৪৯ রানে ভর করে সাত উইকেটে তৃতীয় ওয়ান ডে জিতে নিল ভারতীয় দল। তবে শুভমন শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। এদিন শুভমন ভাল ব্যাট করলেও, অবশ্য চার উইকেটে নিয়ে এই ম্যাচে ভারতের জয়ে সবথেকে বড় অবদান রেখেছেন কিন্তু কুলদীপ যাদবই (Kuldeep Yadav)। এই ম্য়াচ জয়ের ফলে সিরিজও নিজেদের পকেটে পুরল টিম ইন্ডিয়া।


পদ হারাচ্ছেন সৌরভ, বোর্ড সভাপতি রজার বিনি?


ভারতীয় ক্রিকেট বোর্ডে (BCCI) বড়সড় রদবদল ঘটতে চলেছে। সূত্রের খবর, বিসিসিআইয়ের কোনও পদই পাচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিজেপিতে যোগ দিলেন না বলেই কি পদচ্যুত হতে হল সৌরভকে? সৌরভ কি শিকার হলেন রাজনীতির? প্রশ্ন তুলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলের একাংশ। 


খবর অনুযায়ী, ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য রজার বিনিই (Roger Binny) বিসিসিআইয়ের নতুন সভাপতি হচ্ছেন। অবশ্য বোর্ডের সচিব থাকছেন অমিত শাহ-পুত্র জয় শাহই। মুম্বই বিজেপির সভাপতি আশিস শেলার হচ্ছে বোর্ডের কোষাধ্যক্ষ। বর্তমান কোষাধ্যক্ষ ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমল হচ্ছেন আইপিএল চেয়ারম্যান। বিসিসিআইয়ের সহ-সভাপতি পদে বহাল থাকছেন রাজীব শুক্ল। 


ভেস্তে গেল বাংলার ম্য়াচ, জ্বলে উঠলেন বেঙ্কটেশ


সোমবার বৃষ্টির জন্য বাংলার অনুশীলন ভেস্তে গিয়েছে। এবিপি লাইভে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল মঙ্গলবারও বৃষ্টি ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে। সেই আশঙ্কাই সত্যি হল। ভিজে মাঠে এক বলও খেলা সম্ভব হল না। তবে শুধু বাংলার ম্যাচ নয়, ইন্দোরে গুজরাত ও হিমাচল প্রদেশের ম্যাচ এবং অন্ধ্রপ্রদেশ ও সৌরাষ্ট্রের ম্যাচও বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) নিজেদের পরের ম্যাচে ওড়িশার বিরুদ্ধে মাঠে নামবে বাংলা দল। বাংলা ম্যাচ ভেস্তে গেলেও অবশ্য প্রথম দিনে জ্বলে উঠলেন এক কলকাতা নাইট রাইডার্স তারকা। তিনি অন্য কেউ নন, বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)।


রাজস্থানের বিরুদ্ধে ৩১ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলেন বেঙ্কটেশ। তাঁর ব্যাটে ভর করেই নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৭৩ রান তোলে মধ্যপ্রদেশ। জবাবে ১৩৫ রানেই গুটিয়ে যায় রাজস্থান। সেখানেও বল হাতে অনবদ্য পারফর্ম করেন বেঙ্কটশ। এক দুই নয়, ছয় ছয়টি উইকেট নেন কেকেআর অলরাউন্ডার। নির্ধারিত চার ওভারে মাত্র ২০ রান খরচ করেন তিনি।


ইমপ্যাক্ট খেলোয়াড়


সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম দিনেই আজ এক অভিনব ঘটনা ঘটতে দেখা গেল। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ইমপ্যাক্ট খেলোয়াড়ের প্রয়োগ করল দিল্লি দল। প্রথম ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে দিল্লির হয় মণিপুরের বিরুদ্ধে মাঠে নামলেন ঋত্বিক শকিন (Hrithik Shokeen)। দিল্লির হিতেন দালালের বদলে তিনি মাঠে নামেন।


আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুবাদে ঋত্বিক এখন ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখ। ২২ বছর বয়সি এই খেলোয়াড় দিল্লি ও মণিপুরের ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাঠে নামেন। তিনি নিজের তিন ওভারে ১৩ রান বিনিময়ে দুই উইকেট নিয়ে দিল্লির জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এদিন দিল্লি প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৬৭ রান তোলে। ওপেনার হিতেন দালালই দিল্লির হয়ে সর্বোচ্চ ৪৭ রান শুরু করেন। তাঁর ইনিংস সাজানো ছিল সাতটি চার ও একটি ছক্কায়। তবে ব্যাট হাতে দারুণ পারফর্ম করলেও, দ্বিতীয় ইনিংসে তাঁকেই তুলে নেয় দিল্লি।


আরও পড়ুন: প্রথম আইএসএল ম্যাচ হেরে ফের সুযোগ নষ্ট নিয়েই হা-হুতাশ করলেন এটিকে মোহনবাগান কোচ