কলকাতা: একেবারে যেন ঘটনার ঘনঘটা। ভারতীয় ক্রিকেটে এখন আলোচনার কেন্দ্রে ফের সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ড সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। এবার সামনে ভবিষ্যৎ কী? অন্যদিকে মুস্তাকে বাংলা শিবিরে যোগ শাহবাজ, মুকেশের। দেখুন সারাদিনের খেলার খবরের এক ঝলক।
সিএবিতে সৌরভ?
বোর্ডের (BCCI) মসনদ কার্যত হাতছাড়া। আইসিসি (ICC) চেয়ারম্যান হওয়ার সম্ভাবনাও ভীষণ ক্ষীণ। অনেকে ভেবেই নিয়েছেন যে, ক্রিকেট প্রশাসনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) প্রথম ইনিংস কার্যত শেষ। ভাবছেন। এবং ভুল ভাবছেন। ক্রিকেট কেরিয়ারে যেমন বারবার অবিশ্বাস্য সব প্রত্যাবর্তন ঘটিয়েছেন, ক্রিকেট প্রশাসনেও সেরকমই 'কামব্যাক' দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। বরং বিশ্বস্ত সূত্রের খবর, সিএবি প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিতে পারেন সৌরভ।
মহারাজের মুখে মোদির প্রশংসা
বন্ধন ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন সৌরভ। সেই উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বৃহস্পতিবার সৌরভ বলেন, 'একদিনে কেউ সচিন তেন্ডুলকর হয় না। একদিনে কেউ অম্বানি হয় না। একদিনে কেউ নরেন্দ্র মোদি হয় না।' সৌরভের মুখে মোদির নাম শুনে এদিন অনুষ্ঠানে হাজির অনেকেই চমকে গিয়েছেন। কারণ, সৌরভের বিসিসিআই প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার নেপথ্যে বিজেপিকে দোষারোপ করা হচ্ছে। বলা হচ্ছে, সক্রিয় রাজনীতিতে যোগে দেওয়ার প্রস্তাব ফেরানোতেই হয়তো পদ খোয়াতে হল সৌরভকে। তাঁর ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদ হারানোর নেপথ্যেও অনেকে বিজেপিকে দায়ী করছেন। সেই অবস্থায় সৌরভের মুখে প্রধানমন্ত্রীর নাম শোনাটা অনেককেই বিস্মিত করছে।
রোহিতদের গম্ভীরের পরামর্শ
পাকিস্তান ম্যাচের মহারণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য বলেন, ''যখন আফ্রিদির মতো বোলারকে খেলতে হবে, তখন রক্ষণাত্মক মেজাজে খেললে চাপ। আক্রমণাত্মক মেজাজেই ব্যাটিং করা উচিত। তাতেই উল্টোদিকের বোলারের মনোবল ভেঙে দেওয়া যায়। নইলে সব কিছুই বোলারের পক্ষে যেতে থাকে। মানসিকভাবেই চাপ তৈরি হয়।''
বাংলা শিবিরে যোগ শাহবাজ, মুকেশের
ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। ঝাড়খণ্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছিল বাংলাকে। দ্বিতীয় ম্যাচে শুক্রবার বাংলার সামনে ওড়িশা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) দ্বিতীয় ম্যাচের আগে বাংলা শিবিরকে চনমনে করে তুলেছে দুই ক্রিকেটারের অন্তর্ভুক্তি। শাহবাজ আমেদ ও মুকেশ কুমার। এঁদের মধ্যে শাহবাজ সদ্য ভারতের হয়ে ওয়ান ডে অভিষেক ঘটিয়েছেন। আর মুকেশও তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে। দুই ক্রিকেটারের অন্তর্ভুক্তিতে চনমনে বাংলা শিবির।