কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪১ রানে জয় দিয়ে মহিলাদের এশিয়া কাপ অভিযান শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। জসপ্রীত বুমরার চোট নিয়ে আপডেট দিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড়।
জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু
শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND W vs SL W) ৪১ রানের বড় ব্যবধানে জয় দিয়ে এবারের এশিয়া কাপ (Women's Asia Cup 2022) অভিযান শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ভারতের ১৫০ রানের জবাবে মাত্র ১০৯ রানেই শেষ হয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস। ভারতের হয় বল হাতে সফলতম বোলার হেমলতা। তিনি ১৫ রানের বিনিময়ে তিন উইকেট নেন। দীপ্তি শর্মা ও পূজা বস্ত্রকর দুইটি করে উইকেট নেন।
১৫০ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা খুব একটা ভাল হয়নি। ৫০ রানের মধ্য়েই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দ্বীপরাষ্ট্র। লঙ্কান অধিনায়াক চামারি আতাপাত্তু মাত্র পাঁচ রানেই সাজঘরে ফেরেন। মালশাও নয় রানের বেশি করতে পারেননি। হাসিনি পারেরা ৩০ রান করলেও তিনি ১০০-র কম স্ট্রাইক রেট নিয়ে সেই রান করেন। শেষমেশ ২৮ রানে পাঁচ উইকেট হারায় শ্রীলঙ্কা। ১০৯ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।
তিন ফুটবলারের চুক্তি বাড়াল এটিকে মোহনবাগান
আইএসএলের নতুন মরসুম শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। টুর্নামেন্ট শুরুর আগেই দলের তিন তারকার সঙ্গে নতুন চুক্তি করে নিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। লিস্টন কোলাসো (Liston Colaco), দীপক টাংরি (Deepak Tangri) এবং মনবীর সিংহের (Manvir Singh) সঙ্গে নতুন করে চুক্তি করল সবুজ মেরুন। মনবীর ও কোলাসোর সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত এবং টাংরির সঙ্গে এক বছর কম, ২০২৬ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল এটিকে মোহনবাগান।
গত মরসুমে অনবদ্য পারফর্ম করেছিলেন লিস্টন। তিনিই ভারতীয় ফুটবলার হিসাবে লিগে সর্বাধিক আটটি গোল করেছিলেন। এছাড়াও তাঁর পা থেকে বেরিয়ে এসেছিল ছয়টি গোলের পাস। এএফসি কাপেও চারটি গোল করেছিলেন তিনি। বর্তমানে ভারতের অন্যতম সেরা উইঙ্গারকে তাই স্বাভাবিকভাবেই হাতছাড়া করতে চায়না সবুজ মেরুন কর্তৃপক্ষ। এটিকে মোহনবাগানের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত লিস্টন। তিনি বলেন, 'দেশের ঐতিহ্যবাহী এই ক্লাবের পরিবেশ ও পরিকাঠামো খুবই ভাল। সেইজন্যেই আরও পাঁচ বছর থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। গত বছর ভাল খেললেও ট্রফি পাইনি। এ বছর ট্রফি জয়ই লক্ষ্য।'
বুমরার চোট নিয়ে আপডেট
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন দুই-তিন পরেই বুমরার চোটের গভীরতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। আজ অনেকটা সৌরভের সুরেই একই কথা বললেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও (Rahul Dravid)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন, 'এখনও যা খবর রয়েছে, সেই অনুযায়ী সরকারিভাবে ও (বুমরা) দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গিয়েছে। ও বর্তমানে এনসিএতে গিয়েছে এবং আমরা ওর চোটের বিষয়ে সরকারিভাবে আরও তথ্য পাওয়ার অপেক্ষায় আছি। পরবর্তী দুই-তিন দিনেই এই বিষয়ে আমি সরকারিভাবে কিছু জানতে পারব এবং তারপরেই সকলকে এই নিয়ে আপডেট দিতে পারব।'
বুমরার চোট নিয়ে এর থেকে বেশি গভীরে আর যেতে চাননি দ্রাবিড়। 'আমি মেডিক্যাল রিপোর্টের বেশি গভীরে যেতে চাই না। বিশেষজ্ঞরা আমায় যা বলে আমি তাই বিশ্বাস করি। ওঁরাই আমায় বলেছে যে আপাতত এই সিরিজে বুমরা খেলতে পারবে না। ওর চোটের পর্যবেক্ষন করা হচ্ছে এবং ঠিক সময়ে সবটা জানা যাবে। তাই সরকারিভাবে কোনও বিবৃতি না আশা পর্যন্ত আমরা আশাবাদী।' বলেন ভারতীয় কোচ।
বাংলার দল ঘোষণা
১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি (Syed Mushtaq Ali Trophy)। বিশ ওভার ফর্ম্যাটের এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য সংস্থা নিজেদের দল ঘোষণা করা শুরু করে দিয়েছে। আজ, শনিবার (১ অক্টোবর) ক্রিকেটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) তরফে টুর্নামেন্টের জন্য ১৯ জনের বাংলা দলেরও (Bengal Cricket Team) ঘোষণা করে দেওয়া হল।
যথারীতি দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে অভিমন্যু ঈশ্বরণকে (Abhimanyu Easwaran)। দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার ঋত্বিক চট্টোপাধ্যায়। উইকেটরক্ষক হিসাবে সুযোগ পেয়েছেন অগ্নিভ পান ও অভিষেক পোড়েল। এছাড়া গত অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের খেতাবজয়ী দলের সদস্য রবি কুমারও দলে সুযোগ পেয়েছেন। শাহবাজ আহমেদ, মুকেশ কুমার, ঈশান পোড়েলদের মতো বাংলা দলের নিয়মিত সদস্যরা তো রয়েছেনই। তবে এই ১৯ জনের তালিকায় অভিজ্ঞ বাংলা ব্যাটার অনুষ্টুপ মজুমদারের নাম নেই।
উঠতি ক্রিকেটারদের পরামর্শ দিলেন দ্রাবিড়
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার রাহুল দ্রাবিড়। তাঁর অভিজ্ঞতা এবং দক্ষতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাঁর মতো একজন কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে সময় কাটালে, তাঁর পরামর্শ পেলে যে কোনও তরুণই যে উপকৃত হবে, তা বলাই বাহুল্য। সেইমতোই এদিন তরুণ ক্রিকেটাররা ভারতীয় অনুশীলনের পর দ্রাবিড়ের সঙ্গে খানিকটা সময় কাটালেন। ভারতীয় দলের সোশ্যাল মিডিয়ায় উঠতি ক্রিকেটারদের সঙ্গে রাহুল দ্রাবিড়ের সময় কাটানোর ছবিও পোস্ট করা হয়। তরুণ ক্রিকেটারদের মন দিয়ে দ্রাবিড়ের পরামর্শ শুনতেও দেখা যায়।
আরও পড়ুন: বাধ্য হয়ে মাঠে নেমে কেরিয়ারের একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেখা মেলে 'অন্য' দ্রাবিড়ের