কলকাতা: আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ের প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ় পকেটে পুরল ভারতীয় দল। প্রথমবার বিশ্বকাপ জিতল স্পেনের মহিলা ফুটবল দল। খেলার সব খবর এক নজরে।


সিরিজ় জিতল ভারত


দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs IRE 2nd T20) আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩৩ রানে জয় পেয়ে সিরিজ় জিতে নিল ভারত। ১৮৫ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫২/৮ থামল আয়ারল্যান্ডের লড়াই। ভারতের হয়ে যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ ও রবি বিষ্ণোই দুইটি করে উইকেট নেন। 


বিশ্বচ্যাম্পিয়ন স্পেন


অস্ট্রেলিয়ার সিডনিতে নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ খেতাব জয়ের লক্ষ্যে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও স্পেনের মহিলা ফুটবল দল। ৯০ মিনিটের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসিটা হাসল স্পেনই। নাটকীয় ম্যাচে ১-০ গোলে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হল স্প্যানিশ দল। স্পেনের হয়ে দলের অধিনায়ক ওলগা কারমানোই ম্যাচের একমাত্র গোলটি করেন। প্রথমার্ধের ২৯ মিনিটেই স্পেন অধিনায়ক ওলগা ম্যাচের একমাত্র গোলটি করেন।


সফলতম ফুটবলার মেসি


আর্জেন্তিনার (Argentina) বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এবার ক্লাব ফুটবলেও ফের সাফল্য পেলেন লিওনেল মেসি (Lionel Messi)। লিগস কাপের (Leagues Cup 2023) ফাইনালে জয় ইন্টার মায়ামির (Inter Miami)। একেবারের রুদ্ধশ্বাস ম্যাচ। নির্ধারিত সময়ে ১-১ ড্র হয়েছিল খেলা। এরপর টাইব্রেকারে ১০-৯ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় আমেরিকার এই ফুটবল ক্লাবটি। এটি লিওনেল মেসির কেরিয়ারের ৪৪তম ট্রফি। এই জয়ের সুবাদেই ট্রফির বিচারে সফলতম ফুটবলার হয়ে গেলেন মেসি


শেষ আটে মোহনবাগান, ছিটকে গেল মহামেডান


ডুরান্ড কাপের (Durand Cup 2023) কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করার লক্ষ্যে একই দিনে কলকাতার দুই বড় ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) ও মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) মাঠে নেমেছিল। একদিকে যেখানে অনবদ্য জয় পেল মহামেডান, সেখানে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হল সবুজ মেরুনকে। তবে হেরেও ডুরান্ডের শেষ আটে পৌঁছে গেল মোহনবাগান, আর জিতেও মহামেডানের হৃদয়ভঙ্গ হল।


ডুরান্ডের শেষ আটে পৌঁছতে হলে মহামেডানকে সাত গোল করতে হত। জামশেদপুরের বিরুদ্ধে ৬-০ বিরাট স্কোরলাইনে জয়ও পায় ব্ল্যাক প্যান্থার্সরা। তবে এক গোল কম করায় তাঁদের আশাহত হতে হল। অপরদিকে, সাদার্ন সমিতির বিরুদ্ধে ০-২ স্কোরলাইনে পরাজিত হয়েও পরের রাউন্ডে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট।  


নতুন ক্লাবের হয়ে নেমারের আত্মপ্রকাশ


প্যারিস সঁ জরমঁ ছেড়ে সৌদির ক্লাব আল হিলালে (Al-Hilal) তিনি যাচ্ছেন, তা আগেই জানানো হয়েছিল। এবার সরকারিভাবে আল হিলালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলেন নেমার (Neymar Jr)। গ্যালারিভর্তি দর্শকের সামনে কিং ফাহাদ স্টেডিয়ামে তাঁকে নতুন খেলোয়াড় হিসাবে প্রকাশ্যে আনা হল। তবে দুর্ভাগ্যবশত নেমারকে প্রকাশ্যের আনার দিন ম্যাচ জিততে ব্যর্থ হল তাঁর দল। আল ফেইহার বিরুগ্ধে ১-১ ড্র করল আল হিলাল।


নেমারকে বিশ্বরেকর্ড মূল্যে বছর ছয়েক আগে সই করেছিল পিএসজি। ঠিক কত দামে তিনি আল হিলালে যোগ দিলেন, তা সরকারিভাবে জানানো না হলেও, শোনা যাচ্ছে তাঁর ট্রান্সফার ফি ৯০ মিলিয়ন ইউরো। এরপরেও তাঁর পারফরম্যান্সের উপর ভর করে ফি আরও বাড়তে পারে। নেমার কিন্তু নতুন ক্লাবে যোগ দিয়ে ভীষণই উচ্ছ্বসিত। নতুন ক্লাবের হয়ে নতুন ইতিহাস তৈরি করতে মুখিয়ে আছেন নেমার। তিনি বলেন, 'নতুন ক্লাবের হয়ে নতুন ইতিহাস তৈরি করতে নতুন কাহিনি লিখতে আমি মুখিয়ে রয়েছি। ক্লাবের হয়ে সব লক্ষ্যপূরণ করতে এবং ট্রফি জিততে আগ্রহী আমি।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ! ফের বদলাতে পারে বিশ্বকাপের সূচি?