কলকাতা: আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করলেন ভারতীয় নির্বাচকরা। দাবা বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। এক নজরে খেলার সারাদিনের সব খবর। 


এশিয়া কাপের দল ঘোষণা করল ভারত


গোটা দেশের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করেছিলেন সোমবার দুপুর দেড়টার জন্য। নয়াদিল্লিতে যখন এশিয়া কাপের জন্য ভারতীয় দল (Indian Cricket Team) বেছে নেওয়া হল। আর সেই সঙ্গে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) ভারতীয় দল কীরকম হবে, তার নীল নকশাও জানা গেল এদিন।


দলে সবচেয়ে বড় চমক, সুযোগ দেওয়া হয়েছে তিলক বর্মাকে। যাঁর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছিল। এবং সুযোগ পেয়েই নজর কেড়েছিলেন। প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছেন, 'এশিয়া কাপে ১৭ জন ক্রিকেটার নেওয়ার সুবিধা ছিল। বিশ্বকাপে তা থাকবে না। তিলক বাঁহাতি। খুব প্রতিশ্রুতিমান। এশিয়া কাপে ওকে দেখে নেওয়া হবে। কোচ ও অধিনায়ক যাতে দেখে নিতে পারে, তার জন্যই ওকে দলে রাখা।'


ভারতীয় দল


রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, কে এল রাহুল, শ্রেয়স আইয়ারহার্দিক পাণ্ড্য (সহ অধিনায়ক), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিষাণ, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর।


বিশ্বকাপ ফাইনালে প্রজ্ঞানন্দ


চলতি দাবা বিশ্বকাপে (FIDE Chess World Cup 2023) ইতিহাস গড়লেন তরুণ ভারতীয় দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa)। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্যাবিয়ানো কারুয়ানাকে সেমিফাইনালের টাই ব্রেকারে পরাজিত করে দাবা বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেন তিনি। বিশ্বনাথন আনন্দের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে দাবা বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেন তিনি।


প্রথম ব়্যাপিড গেমে জয় পেয়েছিলেন প্রজ্ঞানন্দ। তাই কারুয়ানার বিরুদ্ধে দ্বিতীয় ব়্যাপিড গেম ড্র করায় তাঁর ফাইনালের স্থান পাকা হয়ে যায়। ৩.৫-২.৫ স্কোরলাইনে সেমিফাইনাল জিতলেন ভারতের বিস্ময়বালক। ফাইনালে প্রজ্ঞানন্দ বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হবেন। এই জয়ের সুবাদে প্রজ্ঞানন্দ ক্যান্ডিডেটস ২০২৪-এও নিজের জায়গা পাকা করে ফেললেন।


রাহুলের চোট


তাঁর চোট সেরেছে কি না, এশিয়া কাপের (Asia Cup) দলে তাঁকে রাখা হবে কি না, তা জানতে আগ্রহী ছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সেই কে এল রাহুলকে (KL Rahul) এশিয়া কাপের ১৭ সদস্যের ভারতীয় দলে রাখা হল। তবে সঙ্গে এ-ও জানিয়ে দেওয়া হল যে, রাহুল এখনও ফিট নন। তবে তাঁর পুরনো চোট সেরে গিয়েছে। সমস্যা দেখা দিয়েছে নতুন করে।


সোমবার রাজধানীতে এশিয়া কাপের জন্য দল নির্বাচন ছিল। নির্বাচনী বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগরকর। সেখানে আগরকর বলেন, 'রাহুলকে নিয়ে বোর্ড মেডিক্যাল রিপোর্ট দেবে। ওর পুরনো চোট সেরে গিয়েছে। এটা অন্য একটা সমস্যা। বোর্ড থেকে মেডিক্যাল বুলেটিন দেবে। তবে গুরুতর কিছু না। দ্রুত ফিরবে ও।' আগরকর যোগ করেছেন, 'রাহুলকে হয়তো এশিয়া কাপের শুরুর দিকে ২-৩টি ম্যাচে পাওয়া যাবে না। সেই কারণে স্ট্যান্ড বাই হিসাবে সঞ্জু স্যামসনকে রাখা হয়েছে।'


অনুতপ্ত নন হরমনপ্রীত


আম্পায়ারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি দুই ম্যাচ নির্বাসিত হয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তাঁর আচরণ প্রবল সমালোচিত হয়েছিল। তবে হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) জানিয়ে দিলেন, তাঁর ব্যবহার নিয়ে কোনও অনুশোচনা নেই।


মহিলাদের হান্ড্রেড টুর্নামেন্ট খেলার ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে হরমনপ্রীত বলেছেন, 'আমি বলব না কোনও অনুশোচনা রয়েছে। কারণ খেলোয়াড় হিসাবে দিনের শেষে সকলেই দেখতে চায় পরিচ্ছন্নতা, স্বচ্ছতা। খেলোয়াড় হিসাবে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করার স্বাধীনতা রয়েছে। নিজেরা কী অনুভব করছি, সেটা প্রকাশ করারও।'


মধুর প্রতিশোধ


একেই হয়তো বলে মধুর প্রতিশোধ। উইম্বলডনের ফাইনালে পরাজয়ের যন্ত্রণা সামান্য হলেও হয়তো কমল নোভাক জকোভিচের (Novak Djokovic)। সিনসিনাটিতে ওয়েস্টার্ন ও সাদার্ন ওপেনের ফাইনালে স্পেনের নতুন তারা কার্লোস আলকারাজ়কে (Carlos Alcaraz) হারিয়ে দিলেন সার্বিয়ার মহাতারকা। আর জয়ের সেলিব্রেশনেই জকোভিচ বুঝিয়ে দিলেন, অল ইংল্যান্ড টেনিস কোর্টে রাফায়েল নাদালের স্বদেশীয় জুনিয়র খেলোয়াড়ের কাছে হার তাঁকে কতটা বিব্রত করেছিল।


ওয়েস্টার্ন ও সাদার্ন ওপেনের ফাইনালে আলকারাজ়কে ৫-৭, ৭-৬ (৭), ৭-৬ (৪) সেটে হারিয়ে কোর্টেই টি-শার্ট ছিঁড়ে ফেললেন জোকার। তারপর চলল তাঁর বিজয়োৎসব। অন্যদিকে, প্রথম সেট জিতে উইম্বলডন ফাইনালের মতোই ফলাফলের প্রত্যাশা করেছিলেন আলকারাজ়। বাকি দুই সেটে প্রবল লড়াই করেও টাইব্রেকারে দুই সেট খুইয়ে হতাশা গোপন করতে পারলেন না স্পেনের তরুণ। কান্নায় ভেঙে পড়লেন আলকারাজ়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: একজন বিশ্বকাপ জেতাবে না, টিম ইন্ডিয়ার চার নম্বর ব্যাটিং পজিশন নিয়ে চিন্তিত নন সৌরভ