কলকাতা: হেলমেট পরে মুম্বইয়ের রাস্তায় বিরাট কোহলি- অনুষ্কা শর্মার স্কুটিতে ভ্রমণ। এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবেন না মীরবাঈ চানু, অচিন্ত্য শিউলিদের মতো কমনওয়েলথ গেমসে সোনাজয়ী তারকারা। এক নজরে দেখে নিন রবিবারে (২১ অগাস্ট) খেলার দুনিয়ার উল্লেখযোগ্য খবরগুলি।
এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতের 'বি' দল
কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তোলক দুরন্ত পারফর্ম করে ১০টি পদক জেতেন। অচিন্ত্য শিউলি (Achinta Sheuli), মীরাবাঈ চানুদের (Mirabai Chanu) থেকে তাই এইবারের এশিয়ান চ্যাম্পিয়নশিপেও (Asian Championship) অনেক পদকজয়ের আশা ছিল। বাহারিনের মানামেতে ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এ বারের এশিয়ান চ্যাম্পিয়নশিপ। কিন্তু সেই চ্যাম্পিয়নশিপে অচিন্ত্য, চানু, জেরেমি লালরিন্নুগা কমনওয়েলথে সোনাজয়ী ত্রয়ীর কেউই অংশগ্রহণ করবেন না।
জাতীয় ভারোত্তোলক কোচ বিজয় শর্মা জানিয়েছেন কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করা ভারতীয় দলের ভারোত্তোলকরা কেউই এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবেন না। পরিবর্তে ভারত চ্যাম্পিয়নশিপে 'বি' দল পাঠাবে। মীরাবাঈরা এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার বদলে পাড়ি দেবেন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে। সেখানেই সাড়ে তিন সপ্তাহ ধরে তাঁরা নিজেদের অনুশীলন চালাবেন।
বিরুষ্কার স্কুটি সওয়ারি
আচমকাই রাস্তায় দেখা গেল বিরাট কোহলিকে (Virat Kohli)। তাও আবার স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) নিয়ে। চারচাকা নয়, ২ চাকায় সওয়ার হলেন স্বামী স্ত্রী। স্কুটিতে চেপে মুম্বইয়ের রাস্তায় ভারতীয় ক্রিকেটের হট কাপল। যা পাপারাৎজিদের নজর এড়ায়নি। মুম্বইয়ের রাস্তায় স্কুটি চেপে ঘুরে বেড়াচ্ছেন তারকা দম্পতি। বিরাট পরেছিলেন সবুজ রংয়ের টি-শার্ট ও কালো প্যান্ড। অন্যদিকে বলি কুইন অনুষ্কার পরনে ছিল কালো টি-শার্ট ও কালো প্যান্ড। স্কুটিতে বিরাটকে জড়িয়ে ধরে রয়েছেন। এই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যেই।
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা একটি বিজ্ঞাপন ফটোশুটের জন্য একটি স্টুডিওতে পৌঁছেছিলেন। মুম্বইয়ে বর্ষাকাল এই মুহূর্তে। নিজেদের সঙ্গে ছাতাও নিয়েছিলেন তাঁরা। তবে তারকা দম্পতি ভেবেছিলেন যে তাঁদের চেনা যাবে না। কিন্তু কালো হেলমেটের ফাঁক দিয়েই তাঁদের চিনে ফেলেন অনেকেই। মুহূর্তে সেই ছবি তুলে ও ভিডিও তুলে তা সোশাল মিডিয়ায় পোস্ট করে দেওয়া হয়।
আবারও সুপার কিংসে ফ্যাফ
ফাফ ডু প্লেসি (Faf du Plessis) এ মরসুমের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দিলেও, ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত (২০১৬ ও ২০১৭ সাল বাদ দিয়ে) সিএসকেরই অংশ ছিলেন। তিনি যে দক্ষিণ আফ্রিকার লিগে আবারও সুপার কিংসের দলে ফিরতে পারেন, তার জল্পনা ছিলই। বর্তমান সিএসকে তারকা মঈন আলিরও এই দলে যোগ দেওয়ার বিষয়ে জল্পনা ছিল। দুই জল্পনাই সত্যিই হল। দুই তারকাকেই সই করিয়েছে জোহানেসবার্গের দল। রবিবারই (২১ অগাস্ট) জোহানেসবার্গের জন্য পাঁচ তারকাকে সই করানোর কথা জানিয়ে দেওয়া হয়। মঈনের পাশাাপাশি আরেক বর্তমান সিএসকে তারকা মাহিশ থিকশানাও এই দলে রয়েছেন। ছাড়া রোমারিও শেফার্ড এবং উঠতি প্রোটিয়া তারকা জেরাল্ড কোয়েটজেকে সই করিয়েছে জোহানেসবার্গের দলটি।
ভারতকে খোঁচা ওয়াকারের
পাকিস্তান ক্রিকেট দল এশিয়া কাপের (Asia Cup 2022) আগেই এক বড় ধাক্কা খেয়েছে। গতকাল, রবিবার (২০ অগাস্ট) দলের তরফে জানিয়ে দেওয়া হয় আসন্ন এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। গোটা টুর্নামেন্টেই খেলতে পারবেন না, দলের বোলিং বিভাগের প্রধান অস্ত্র। ঠিক তার পর পরই ভারতীয় দলকে এই বিষয়ের সঙ্গে জড়িয়ে অহেতুক খোঁচা দিয়ে এক টুইট করেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক তথা কোচ ওয়াকার ইউনিস (Waqar Younis)। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'শাহিনের চোটটা ভারতীয় টপ অর্ডার ব্যাটারদের জন্য বড় স্বস্তির খবর। ওকে এশিয়া কাপে দেখতে পাওয়া যাবে না, এটা খুবই দুঃখজনক। দ্রুতই সুস্থ হয়ে ফিরে এসো চ্যাম্প শাহিন আফ্রিদি।'
গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার আইসিসির বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারায় পাকিস্তান। সেই জয়ের শিলাবিন্যাস করেছিলেন শাহিনই। তবে ওয়াকারের জবাবে ভারতের প্রাক্তন তারকা ইরফান পাঠানও (Irfan Pathan) মনে করিয়ে দেন যে ভারতীয় দলও যশপ্রীত বুমরা, হর্ষল পটেলকে এশিয়া কাপে পাবে না। ইরফান লেখেন, 'এশিয়া কাপে বুমরা এবং হর্ষল না খেলে বাকি দলগুলি স্বস্তি পাবে।'
এশিয়া কাপ ফাইনালের ৪ দিন পর স্কোয়াড ঘোষণা?
আগামী অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আসর। ইতিমধ্যেই সব দল তাঁদের চূড়ান্ত প্রস্তুতি সারছে। ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলছে। প্রথম ২ ম্যাচ জিতে সিরিজ ইতিমধ্যেই ঝুলিতে পুরে নিয়েছে তারা। সূত্রের খবর, আগামী ১৫ সেপ্টেম্বর মুম্বইয়ে নির্বাচক কমিটি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষিত হতে পারে।
আপাতত যা সূত্রের খবর, তাতে জানা যাচ্ছে যে এশিয়া কাপের ফাইনালের ৪ দিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা হতে পারে। আগামী ১১ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল। আর তার চারদিন পরেই হয়ত টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হবে। আইসিসি স্কোয়াড জমা দেওয়ার জন্য ১৬ সেপ্টেম্বর একটি সময়সীমা নির্ধারণ করেছে।
আরও পড়ুন: টেস্ট ওপেনার হিসাবে ব্যর্থ হবেন ভয়ে আগেই প্যাড পরছিলেন দ্রাবিড়, নবাবি ইনিংসে ধারণা বদলান সহবাগ