কলকাতা: বিশ্বকাপের সুপার  সুপার ১২-র সব দল নির্ধারিত হয়ে গেল। অনুশীলনে মাথায় চোট পেয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তান তারকার খেলা নিয়ে ঘোর সংশয়। এক নজরে আজকের দিনের খেলার সব খবর।


সুপার ১২-র গ্রুপ


আজই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম রাউন্ডের খেলা শেষ হল। নির্ধারিত হয়ে গেল সুপার ১২-র (T20 World Cup Super 12) দুই গ্রুপও। কালই শ্রীলঙ্কা নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার ১২-এ নিজেদের জায়গা পাকা করেছিল। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে নামিবিয়া পরাজিত হওয়ায় সেই গ্রুপ 'এ' থেকে দ্বিতীয় দল হিসাবে সুপার ১২-এ পৌঁছে যায় নেদারল্যান্ডস। আজ আয়ার্ল্যান্ড দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিজেদের জায়গা পাকা করেন। শেষ দল হিসাবে জায়গা পাকা করার লড়াই ছিল জিম্বাবোয়ে ও স্কটল্যান্ডের মধ্যে। সেই লড়াইয়ে পাঁচ উইকেট ম্যাচ জিতে নিল জিম্বাবোয়ে (Zimbabwe Cricket Team)।


সুপার ১২-এ গ্রুপ ১ প্রথম রাউন্ডের গ্রুপ 'এ'-র শীর্ষে শেষ করা দল ও গ্রুপ 'বি'-র দ্বিতীয় স্থানে থাকা দল নিজেদের জায়গা পাকা করেছে। গ্রুপ ২-এ ঠিক উল্টো। গ্রুপ 'বি'-এর শীর্ষস্থানে শেষ করা দল ও 'এ'-র দ্বিতীয় স্থানে শেষ করা দল এই গ্রুপে নিজেদের জায়গা পাকা করল। এই গ্রুপ ২-এই আছে ভারতীয় দল। তাদের গ্রুপে জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডস যোগ দিল। অপরদিকে গ্রুপ ১-এ শ্রীলঙ্কা ও আয়ার্ল্যান্ড নিজেদের জায়গা পাকা করেছে।


সুপার গ্রুপ '১'


আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ার্ল্যান্ড


সুপার গ্রুপ '২'


ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে, নেদারল্যান্ডস


পাক তারকার মাথায় চোট


বিবারই মেলবোর্নে ভারত ও পাকিস্তানের (IND vs PAK) মহারণ। তার আগেই ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। তবে ম্যাচের দিন দু'য়েক আগেই পাক শিবিরে ধাক্কা। মেলবোর্নে অনুশীলনের সময় মাথায় বল দিয়ে আঘাত পেলেন তারকা পাক ব্যাটার। তার জেরে তড়িঘড়ি তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হল। এর ফলেই তাঁর ভারতের বিরুদ্ধে রবিবার মাঠে নামা নিয়ে প্রবল সংশয়।


৩৩ বছর বয়সি পাকিস্তান টপ অর্ডার ব্যাটার শান মাসুদ (Shan Masood) শুক্রবারই (২১ অক্টোবর) মেলবোর্নের এমসিজিতে অনুশীলন করার সময় মাথার ডান দিকে চোট পান। ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য গোটা পাকিস্তান দলের সঙ্গেই তিনি এদিন অনুশীলন সারছিলেন। সেই সময়ই ঘটে এই দুর্ঘটনা। কোনওরকম ঝুঁকি না নিয়ে আধিকারিকরা তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। পাকিস্তান বোর্ডের তরফে শান মাসুদের চোটের আপডেটও দেওয়া হয়। আপডেটে জানানো হয়েছে মাসুদের পরিস্থিতি স্বাভাবিক। সিটি স্ক্যানেও তেমন কোনও চিন্তার বিষয় ধরা পড়েনি। বর্তমানে তাঁর কোনওরকম উপসর্গও নেই।


ভুল স্বীকার রোনাল্ডোর


টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ম্যাচ শেষের আগেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) মাঠ ছাড়া নিয়ে প্রবল বিতর্কের সৃষ্টি হয়। এই ঘটনার পরেই আরেক লন্ডনের দল চেলসির বিরুদ্ধে সপ্তাহের শেষেই মাঠে নামবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। কিন্তু সেই ম্যাচের জন্য রেড ডেভিলসের স্কোয়াডেই নেই রোনাল্ডো। দল থেকে বাদ পড়ার পরেই সোশ্যাল মিডিয়ায় নিজের কর্মকাণ্ডের জেরে ক্ষমাও চাইলেন রোনাল্ডো।


চেলসির বিরুদ্ধে ম্যান ইউনাইটেডের স্কোয়াড ঘোষণা হওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো লেখেন, 'আমি নিজের গোটা কেরিয়ারেই সতীর্থ, কোচ এবং খেলার সঙ্গে জড়িত সকলকেই যথেষ্ট সম্মান দিয়ে এসেছি। সেটা এখনও বদলায়নি। আমিও বদলায়নি। ২০ বছর ধরে শীর্ষস্তরে খেলা চালিয়ে যাওয়া আমার মধ্যে কোনও বদল ঘটেনি। আজও সবক্ষেত্রেই সম্মান দেওয়াটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজে যখন খেলা শুরু করি, তখন অভিজ্ঞ খেলোয়াড়দের থেকে বিভিন্ন জিনিস শেখার চেষ্টা করেছি এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তরুণদের জন্যও সেই একই উদাহরণ তৈরি করতেও আমি সর্বদা বদ্ধপরিকর।'


প্রিমিয়ার লিগে এ মরসুমে বেশিরভাগ ম্যাচেই রোনাল্ডো বেঞ্চ থেকে ম্যাচ শুরু করেন। বহু ম্যাচে তাঁকে পরিবর্ত হিসাবেও মাঠে নামানো হয়। তবে খবর অনুযায়ী রোনাল্ডো স্পার্সের বিরুদ্ধে ম্যাচে পরিবর্ত হিসাবে মাঠে নামতে চাননি। তিনি ম্যানেজার এরিক টেন হাগের নির্দেশ উপেক্ষা করেই নাকি সাজঘরে ফেরেন। এই বিষয়ে সরাসরি কিছু না বললেও, রোনাল্ডো নিজের ব্যবহারের জন্য কার্যত ক্ষমাই চাইলেন। 'দুর্ভাগ্যবশত অনেকসময়ই সেই মুহূর্তের গরমাগরমির ফলে নিজের উদ্দেশ্যে থেকে সরে আসতে হয়। এখন আমায় ক্যারিংটনে (ম্যান ইউনাইটেডের অনুশীলন মাঠ) নিজের কাজটা চালিয়ে যেতে হবে এবং সামনে যা সুযোগ আসবে তা দুই হাতে গ্রহণ করতে হবে।'


বড় পর্দায় ভারতের বিশ্বকাপ ম্যাচ


আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই রবিবার, মেলবোর্নে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) নিজেদের প্রথম ম্যাচ খেলতে পাকিস্তানের বিরুদ্ধে নেমে পড়বে ভারতীয় দল (Indian Cricket Team)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এর মধ্যেই বড় ঘোষণা। শুধুমাত্র টিভি বা ফোনের পর্দায় নয়, মাল্টিপ্লেক্সের বড় পর্দায়ও এবার ভারতের বিশ্বকাপ অভিযান সরাসরি দেখতে পারবেন অনুরাগীরা। কলকাতার জনগণ একাধিক স্থানে বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচগুলি দেখতে পারবেন।


মাল্টিপ্লেক্স চেন আইনক্স কলকাতায় একাধিক স্থানে নিজেদের হলে ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলি সরাসরি দেখাবে। কোথায় কোথায় বড় পর্দায় ম্যাচগুলি দেখা যাবে? কোয়েস্ট মল, সাউথ সিটি এবং ফোরাম মলে আইনক্স ভারতীয় দলের ম্যাচগুলি দেখাবে। আইনক্স কর্তৃপক্ষের তরফে জানানো হয়, তাঁরা আইসিসির সঙ্গে এই ম্যাচগুলি সম্প্রচার করার জন্য এক বিশেষ চুক্তি স্বাক্ষর করেছে। ২৩ অক্টোবর, রবিবার ভারত-পাকিস্তানের ম্যাচসহ গ্রুপ পর্বে ভারতের সবকয়টি ম্যাচই বড় পর্দায় দেখানো হবে। 


আরও পড়ুন: ভারতের বিশ্বকাপ অভিযান শুরুর আগেই কোহলিকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী গাওস্করের