কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল। বৃষ্টির জন্য ইন্ডোরে অনুশীলন রোহিতদের। আইপিএলে আগামী মরসুমে হোম-অ্য়াওয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুরন্ত জয় হরমনপ্রীত বাহিনীর। ব্যাট হাতে মাইলস্টোন স্মৃতি মন্ধানার। দেখে নিন দিনের সেরা খেলার খবরের এক ঝলক -


আইপিএলে হোম-অ্যাওয়ে


রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে পাঠানো এক চিঠিতে সৌরভ লেখেন, 'পরের মরসুমে পুরুষদের আইপিএলে আবার হোম অ্যান্ড অ্যাওয়ে ফর্ম্যাটে খেলা হবে। ১০টি দলই নিজেদের হোম ম্যাচগুলি নিজেদের ঘরের মাঠেই খেলবে।' করোনার কারণে গত দুই মরসুমে এই ফর্ম্যাটে খেলা হয়নি। গত বারের আইপিএলের গ্রুপ পর্বের সবকয়টি ম্যাচই আয়োজিত হয়েছিল মহারাষ্ট্রের বিভিন্ন মাঠে। তার আগের মরসুমের আইপিএলের প্রথম পর্ব আয়োজিত হয় দিল্লি, মুম্বই, চেন্নাই এবং আমদাবাদে এবং দ্বিতীয় পর্ব আয়োজিত হয়েছিল আমিরশাহিতে।


ইন্ডোরে অনুশীলন


মোহালি ছেড়ে নাগপুরে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ভারতীয় বোর্ডের তরফে জাতীয় দলের নাগপুর পৌঁছনোর ভিডিও পোস্ট করা হয়। কাল পৌঁছনোর পর আজ ম্যাচের আগের দিন হিসেবমতো জোরকদমে অনুশীলনে নেমে যাওয়ার কথা ভারতীয় দলের। তবে এমনটা সম্ভব হয়নি। বৃষ্টির জেরে বাতিলই করতে হল ভারতীয় দলের অনুশীলন। মাঠে অনুশীলনের বদলে টিম ইন্ডিয়াকে ইন্ডোরেই নিজেদের অনুশীলন সারতে হবে। ইন্ডোরে অনুশীলনের পাশাপাশি ভারতীয় খেলোয়াড়রা জিমেও কিছুটা সময় কাটাবেন।


বুমরার ফিটনেস আপডেট


ম্যাচের আগের দিন ভারতীয় দলের তারকা ব্যাটার সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) বুমরার ফিটনেসের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমে তেমন কিছু মন্তব্য করতে চাননি। বরং দলের ফিজিও এবং ম্যানেজমেন্টকেই এই বিষয়ে প্রশ্ন করার জন্য বলেন সূর্য। সাংবাদিক সম্মলনে তিনি বলেন, 'আমি এই বিষয়ে (বুমরার ফিটনেসের বিষয়ে) তেমন কিছুই জানি না। এটা আমার বিভাগ নয়, দলের ফিজিও এবং টিম ম্যানেজমেন্টকে এই বিষয়ে প্রশ্ন করা উচিত। তবে হ্যাঁ, এটা বলতে পারি, দলের সকলেই ফিট এবং দলের অন্দরমহলের পরিবেশটাও খুবই ভাল।'


সিরিজ জয় ভারতের


টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে (INDW vs ENGW) সিরিজ হারতে হয়েছিল হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন ভারতীয় দলকে। তবে ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজে কব্জা করে নিল ভারত। সৌজন্যে অধিনায়ক হরমনপ্রীত কৌরের দুর্দান্ত শতরান ও রেণুকা সিংহের (Renuka Singh) চারটি উইকেট। এর দৌলতেই দ্বিতীয় ওয়ান ডেতে ইংল্যান্ডকে ৮৮ রানে পরাজিত করে সিরিজ জিতে নিল ভারত।


স্মৃতির মাইলস্টোন


বুধবার দিন-রাতের ম্যাচে শেফালি ব্যাট হাতে ব্যর্থ হলেও, ওপেন করতে নেমে স্মৃতি করলেন ৫১ বলে ৪০ রান। তাঁর ইনিংস সাজানো ছিল চারটি চার এবং একটি ছক্কায়। এই ইনিংসের সুবাদেই ওয়ান ডে ক্রিকেটে মাত্র তৃতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে তিন হাজার রানের গণ্ডি পার করলেন স্মৃতি। এর আগে কেবলমাত্র কিংবদন্তি মিতালি রাজ এবং বর্তমান ভারতীয় অধিনায়ক হরমনপ্রীতই ভারতীয় মহিলা দলের হয়ে তিন হাজারের অধিক ওয়ান ডে রান করেছেন। তবে মিতালি এবং হরমন, উভয়ের থেকেই কম সময়ে এই মাইলফলক স্পর্শ করলেন স্মৃতি।