কলকাতা: আবাহনী ঢাকাকে হারিয়ে এএফসি কাপের মূলপর্বে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। দাবা বিশ্বকাপের ফাইনালে ম্যাগানাস কার্লসেনের বিরুদ্ধে ড্র করল রমেশবাবু প্রজ্ঞানন্দ। এক নজরে খেলার দুনিয়ার সব খবর।


প্রজ্ঞানন্দর ড্র


সেয়ানে সেয়ানে কোলাকুলি বোধহয় একেই বলে। আজ, মঙ্গলবার (২২ অগাস্ট) দাবা বিশ্বকাপের ফাইনালে (Chess World Cup 2023 Final) বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের (Magnus Carlsen) মুখোমুখি হয়েছিলেন ভারতের বিস্ময়বালক রমেশবাবু প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa)। নরওয়ের তারকা দাবাড়ুর বিরুদ্ধে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করলেন সদ্য ১৮-এ পা দেওয়া ভারতীয় দাবাড়ু। ৩৫টি চালের পর ফাইনালের গেম ১ ড্রয়েই শেষ হল। 


এএফসি কাপের মূলপর্বে মোহনবাগান


গত ম্যাচেই সাদার্ন সমিতির বিরুদ্ধে কলকাতা লিগে হতাশাজনকভাবে ০-২ স্কোরলাইনে পরাজিত হতে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant)। তবে এএফসি কাপের (AFC Cup 2023) ম্যাচে তারকারা দলে ফিরতেই জয়ের সরণীতেও ফিরল সবুজ মেরুন। বাংলাদেশের আবাহনী লিমিটেডকে ঢাকা (Abahani Dhaka Limited)  ৩-১ গোলে পরাজিত করে মহাদেশের সেরা টুর্নামেন্টের মূলপর্বে জায়গা করে নিল মোহনবাগান। ম্যাচে পিছিয়ে পড়েও জেসন কামিন্স, আর্মান্দো সাদিকু ও একটি আত্মঘাতী গোলের সুবাদে জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট।


ইস্টবেঙ্গলের জয়


ইস্টবেঙ্গলের (East Bengal) বিজয়রথ অব্যাহত। এবার কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) কলকাতা কাস্টমসের বিরুদ্ধে জয় পেল লাল হলুদ শিবির। তবে তিন পয়েন্টের জন্য ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হল ইস্টবেঙ্গল। শেষ লগ্নে গোল পেয়ে জয় পায় কলকাতা জায়ান্টরা। ৮৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন মহিতোষ।


জাতীয় আইকন সচিন


দুই দশক ধরে ক্রিকেটবিশ্বকে ব্যাট হাতে শাসন করেছেন। ক্রিকেট থেকে অবসরের পর না না সামাজিক কাজে নিজেকে লিপ্ত রেখেছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। পেয়েছেন ভারতরত্নও। এবার তাঁকে জাতীয় আইকনের স্বীকৃতি দিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। 


বুধবার, ২৩ অগাস্ট রাজধানী নয়াদিল্লির রং ভবন অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানেই তাঁকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে জাতীয় আইকনের স্বীকৃতি দেওয়া হবে। সেখানেই তিনি নির্বাচন কমিশনের সঙ্গে একটি মৌ স্বাক্ষর করবেন। তিন বছরের জন্য তিনি চুক্তিবদ্ধ হচ্ছেন। নির্বাচন কমিশনের সঙ্গে সম্মিলিতভাবে দেশের নাগরিকদের ভোট দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করতে দেখা যাবে সচিনকে। এই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের প্রধান শ্রী রাজীব কুমার, নির্বাচন কমিশনার শ্রী অনুপ চন্দ্র পাণ্ডে এবং শ্রী অরুণ গোয়েল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।


বিশ্বচ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে প্রণয়, লক্ষ্য


ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন এইচ এস প্রণয় (H S Prannoy) ও লক্ষ্য সেন (Lakshya Sen)। ফিনল্যান্ডের প্রতিযোগীর বিরুদ্ধে স্ট্রেট সেটে জয় ছিনিয়ে নিলেন প্রণয়। খেলার ফল ভারতীয় শাটলারের পক্ষে ২৪-২২, ২১-১০। অন্যদিকে লক্ষ্যও এদিন স্ট্রেট সেটে জয় পান। তিনিও হারিয়ে দেন মরিশাসের প্রতিদ্বন্দ্বী জুলিয়ান পল। খেলার ফল ভারতীয় শাটলারের পক্ষে ২১-১২, ২১-৭। 


বিশ্বের ৯ নম্বর শাটলার প্রণয় এই টুর্নামেন্টে শেষ ২ বারের সংস্করণে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন। ফিনল্য়ান্ডের শাটলারের বিরুদ্ধে এই নিয়ে টানা তিনবার জয় ছিনিয়ে নিলেন প্রণয়। অন্য়দিকে লক্ষ্য ২৫ মিনিটের লড়াই শেষে জয় ছিনিয়ে নেন লক্ষ্য সেন।


তবে এই দু জনে জয় ছিনিয়ে নিলেও বিশ্বের প্রাক্তন ১ নম্বর শাটলার কিদাম্বি শ্রীকান্ত হেরে ছিটকে গিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে। জাপানের কেন্তা নিশিমোতোর বিরুদ্ধে স্ট্রেট সেটের লড়াইয়ে হার মানেন শ্রীকান্ত। খেলার ফল ১৪-২১, ১৪-২১। ৪৭ মিনিটের লড়াই শেষে হার মানতে হয় শ্রীকান্তকে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ইডেনে বিশ্বকাপের ট্রফি প্রদর্শনী অনুষ্ঠানে অতিথি লিয়েন্ডার! অভিনব উদ্যোগ সিএবি-র