কলকাতা: ইডেনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে পরাজিত বাংলাদেশ। রুদ্ধশ্বাস ম্যাচে নিউজ়িল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া। এক নজরে খেলার সারাদিনের সেরা খবরগুলি।
বাংলাদেশের হার
ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে থেকে ইডেন গার্ডেন্স (Eden Gardens) চত্বরে বাংলাদেশের (Ban vs Ned) ক্রিকেটপ্রেমীদের ভিড়। গায়ে বাংলাদেশের জার্সি। মুখে সবুজ-লাল রং। হাতে জাতীয় পতাকা। অনেকে মাথার টুপির ওপর টেডি টাইগার বসিয়ে নিয়েছেন। আর সম্মিলিত কণ্ঠে একটাই বাক্য ঘোরাফেরা করছিল। 'কলকাতা আমাদের সেকেন্ড হোম। এখান থেকে পরপর ২ ম্যাচ জিতেই ঘুরে দাঁড়ানোর শুরু করব আমরা।'
ঘুরে দাঁড়ানো দূর অস্ত। পাকিস্তান ম্যাচ অবধি অপেক্ষাও করতে হল না। তার আগেই বাংলাদেশ শিবিরে আঁধার নামালেন দুরন্ত ডাচরা। ৮৭ রানে শাকিব আল হাসানদের গুঁড়িয়ে দিল নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যারা বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনটা ঘটিয়েছিল। শনিবার হারিয়ে দিল বাংলাদেশকে। সেই সঙ্গে ওপার বাংলার ক্রিকেটপ্রেমীদের সেমিফাইনালে ওঠার স্বপ্নকেও ধ্বংস করে দিল নেদারল্যান্ডস।
অস্ট্রেলিয়ার জয়
শেষ ওভার পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই। বিশ্বকাপে (ODI World Cup 2023) রুদ্ধশ্বাস ম্যাচে নিউজ়িল্যান্ডকে হারিয়ে দুরন্ত ভঙ্গিমায় ৫ রানে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া (AUS vs NZ)। রচিন রবীন্দ্র (Rachin Ravindra) বিশ্বকাপে নিজের দ্বিতীয় শতরান হাঁকান। তিনি ১১৬ রানের ইনিংস খেলেন। জিমি নিশামও (Jimmy Nesham) শেষের দিকে লড়াকু অর্ধশতরানের ইনিংস খেলেন। তা সত্ত্বেও খালি হাতেই মাঠ ছাড়তে হল কিউয়িদের। ৩৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৮৩/৯ রানেই থেমে যায় নিউজ়িল্যান্ডের লড়াই।
রেকর্ড দর্শকসংখ্যা
রমরমিয়ে চলছে ৫০ ওভারের বিশ্বকাপের (ODI World Cup 2023) আসর। ইতিমধ্যেই টুর্নামেন্টের অর্ধেকের বেশি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। একাধিক রোমাঞ্চকর ম্যাচও খেলেছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০ দল। এই প্রথমবার গোটা টুর্নামেন্টটিই ভারতে আয়োজিত হচ্ছে। টুর্নামেন্ট ঘিরে দর্শকদের মধ্যে ঠিক কতটা উন্মাদনা রয়েছে, তার প্রমাণ সাম্প্রতিক এক পরিসংখ্যানই পাওয়া যায়।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah) জানান ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপের থেকে এবারের বিশ্বকাপের দর্শকসংখ্যা ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া মারফৎ তিনি এই খবর জানিয়ে লেখেন, 'চলতি বিশ্বকাপের প্রথম ১৮টি ম্যাচ টেলিভিশনের পর্দায় মোট ৩৬.৪২ কোটি দর্শক দেখেছেন, যা ক্রিকেচ বিশ্বকাপের ক্ষেত্রে একটি নতুন রেকর্ড। সমর্থকরা সবথেকে বেশি পরিমাণে টেলিভিশনের পর্দায় নজর রেখেছেন, যার ফলে মিনিটের নিরিখে দর্শকসংখ্যাও ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটা আমাদের খেলার জনপ্রিয়তা এবং ভারতীয় ক্রিকেট ঠিক কতটা শক্তিশালী তা প্রমাণ কর দেয়।'
শহরে পাকিস্তান
ছয় ম্য়াচে মাত্র দুটি জয়। পরাজয় টানা চার ম্যাচে। যা বিশ্বকাপের (ODI World Cup 2023) মঞ্চে পাকিস্তানের সর্বকালীন লজ্জার রেকর্ড। আর এই পরিস্থিতিতে শনিবার বিকেলে কলকাতায় পৌঁছে গেলেন বাবর আজ়মরা (Babar Azam)। খাতায়-কলমে সেমিফাইনালে ওঠার ক্ষীণ আশা এখনও আছে। তবে তার জন্য অনেক অঙ্কের ওপর নির্ভর করে থাকতে হবে টিম পাকিস্তানকে (Pakistan)। আর অবশ্যই বড় ব্যবধানে জিততে বাকি তিন ম্যাচ। যার মধ্যে দুটি ম্যাচ আবার কলকাতার বুকে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens)।
মরণ-বাঁচন পরিস্থিতিতে পাকিস্তান শিবিরকে মানসিকভাবে চাঙ্গা করতে লাহৌর থেকে দিল্লি হয়ে কলকাতায় উড়ে আসছেন বাবরের আত্মীয়-পরিজন ও বন্ধুদের মিলিয়ে জনা দশেকের একটি দল। আগেই ভারতে চলে আসার কথা ছিল তাঁদের। তবে ভিসা সমস্যায় আটকে পড়েছিলেন। অবশেষে বাংলাদেশ ম্যাচের আগে মিলেছে ছাড়পত্র। শনিবার রাতেই কলকাতায় পৌঁছে যাচ্ছেন পাক অধিনায়কের পরিচিতদের ওই দল।
জয়ী ভারতীয় হকি দল
মালয়েশিয়াকে তাদেরই ঘরের মাঠে ৩-১ হারাল ভারতীয় হকি দলের (Indian Hockey Team) ছোটরা। এই দুরন্ত জয়ের সুবাদে সুলতান অফ জহর কাপের (Sultan of Johor Cup) পুল 'এ'-তে শীর্ষে শেষ করল ভারতীয় দল। ১৩ মিনিটে মালয়েশিয়াকে গোল করে এগিয়ে দেন সুহাইমি ইরফান। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ভারতীয় দল। ম্যাচের ২৮ মিনিটে আদিত্য লালাগে, ৩৭ মিনিটে অমনদীপ লাখরা এবং ৫৪ মিনিটে রোহিতের গোলে জয় সুনিশ্চিত করে ভারতীয় দলের ছোটরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: নবাবের শহরে ইংরেজ-বধের যুদ্ধ, হার্দিক-কাঁটার মধ্যেও আত্মবিশ্বাসে ফুটছে টিম ইন্ডিয়া