কলকাতা: চোটের জন্য টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন যশপ্রীত বুমরা। তাঁর পরিবর্তের নাম জানাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। কলকাতায় মহাষ্টমীর আনন্দে মাতোয়ারা সৌরভ গঙ্গোপাধ্যায়। খেলার দুনিয়ার সব খবরের ঝলক।
ছিটকে গেলেন বুমরা
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে। পিঠে চোটের জন্য ছিটকেই গেলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে বুমরার ছিটকে যাওয়ার কথা জানানো হল। শীঘ্রই তাঁর পরিবর্তের নাম ঘোষণা করে দেবে বোর্ড।
মেয়েদের জয়
বৃষ্টি খেলায় বারবার বিঘ্ন ঘটিয়েছে। এমনকী, মাঝপথে ম্যাচ ভেস্তেও যায়। তবে এশিয়া কাপে (Asia Cup 2022) ভারত বনাম মালয়েশিয়া ম্যাচের ফলাফল হল। এবং ডাকওয়ার্থ লুইস নিয়মে মালয়েশিয়াকে ৩০ রানে হারিয়ে দিলেন হরমনপ্রীত কৌররা।
যে জয়ে ব্যাট হাতে ঝড় তুললেন বাংলার মেয়ে রিচা ঘোষ। তিন নম্বরে ব্যাট করেত নেমেছিলেন বাংলার উইকেটকিপার-ব্যাটার। মাত্র ১৯ বলে ৩৩ রান করে অপরাজিত ছিলেন তিনি।
তাঁর আগে ভারতের ওপেনারেরাও দারুণ খেলেন। সাব্বিনেনি মেঘানা ও শেফালি বার্মা ১৩.৫ ওভারে ১১৬ রান যোগ করেন। ৫৩ বলে ৬৯ রান করেন সাব্বিনেনি। ৩৯ বলে ৪৬ রান করেন শেফালি। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৮১/৪ তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় মালয়েশিয়া। ৫.২ ওভারে মালয়েশিয়ার রান যখন ১৬/২, তখনই বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয়ে যায়। এরপর ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারতকে ৩০ রানে জয়ী ঘোষণা করা হয়।
বিশ্রামে দুই
সিরিজ জয় সম্পন্ন। প্রথম দুই ম্যাচই জিতে নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। মঙ্গলবার ইনদওরে ভারত-দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুধুমাত্র নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। আর সেই ম্যাচে বিরাট কোহলি ও কে এল রাহুলকে বিশ্রাম দিচ্ছে ভারতীয় দল।
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ৬ অক্টোবর রওনা হচ্ছে ভারতীয় দল। তার আগে কোহলি ও রাহুলকে তরতাজা রাখার জন্যই শেষ টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হচ্ছে। যার অর্থ, ঋষভ পন্থ বা শ্রেয়স আইয়ার খেলার সুযোগ পেতে পারেন। পাশাপাশি জাতীয় দলের হয়ে অভিষেক হতে পারে বাংলার অলরাউন্ডার শাহবাজ আমেদেরও (Shahbaz Ahmed)।
দক্ষিণ আফ্রিকা শিবির সবচেয়ে বেশি অস্বস্তিতে থাকবে অধিনায়ক তেম্বা বাভুমার ফর্ম নিয়ে। সিরিজের প্রথম ম্যাচে ৪ বলে শূন্য করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ৭ বলে শূন্য করেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রোটিয়া শিবির যা নিয়ে উদ্বেগে থাকবে।
শুরুতেই ভারত-পাক
পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও (Womens T20 WC 2023 Schedule) ভারতের অভিযান শুরু হবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে।
আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সোমবার যে টুর্নামেন্টের সূচি প্রকাশ করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ভারত প্রথম ম্যাচ খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। ১২ ফেব্রুয়ারি। কেপ টাউনে।
ভারতকে রাখা হয়েছে গ্রুপ টুয়ে। সেখানে হরমনপ্রীত কৌরদের সঙ্গে রয়েছে পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ার্ল্যান্ড। গ্রুপ ওয়ানে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন তথা গতবারের ট্রফিজয়ী অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। বাংলাদেশ ও আয়ার্ল্যান্ড যোগ্যতা অর্জনকারী পর্ব থেকে মূল পর্বে উঠে এসেছে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে আয়োজক দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে শ্রীলঙ্কার। দুই গ্রুপের সেরা দুটি করে দল সেমিফাইনালে উঠবে।
সৌরভের পুজো
পুজোয় আর পাঁচজন বাঙালির মতোই ঠাকুর দেখতে, খাওয়াদাওয়া করতে ভালবাসেন তিনি। আর ভালবাসেন ঢাকের বোল, ধুনুচি নাচ। তিনি, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দুর্গাপুজোর আনন্দে যিনি মেতে উঠেছেন।
সোমবার বিকেলে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের মণ্ডপে গিয়েছিলেন সৌরভ। প্রতিমা দর্শন করেন। তারপর সৌরভ বলেন, 'পশ্চিমবঙ্গের পুজো পৃথিবীর শ্রেষ্ঠ। পাড়ার বাইরে এবার প্রথম পুজো দেখলাম এখানেই। আরও ২-৩টি ঠাকুর দেখব। পাড়ায় পুজো রয়েছে। খুব একটা বেরনো হয় না। তবে ৩-৪টে ঠাকুর দেখি।'
মহাষ্টমীর দিন সকাল থেকে পুজোর আনন্দে মাতোয়ারা সৌরভ। সকালে অঞ্জলি দেন পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নারে। ঢাক বাজাচ্ছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। সঙ্গে শুভ্রদীপ গঙ্গোপাধ্যায়-সহ পরিবারের অন্যান্য সদস্যরা। ঢাক বাজালেন সৌরভের আপ্তসহায়ক তানিয়া ভট্টাচার্যও। আর সোফায় বসে দেখছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মুখে স্মিত হাসি। পাশে দাঁড়িয়ে বন্ধু, আত্মীয়স্বজনরা।
মহাষ্টমীর দিন বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোয় এভাবেই মেতে উঠলেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট।