কলকাতা: পিঠের চোটে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে চলেছেন জসপ্রীত বুমরা। আইএসএল শুরুর আগে এ মরসুমের জার্সি প্রকাশ করল ইস্টবেঙ্গল। এক নজরে খেলার দুনিয়ার সব খবর।
বিশ্বকাপে নেই বুমরা?
আশঙ্কা ছিলই, সেই আশঙ্কাই সম্ভবত সত্যি হতে চলেছে। পিঠের চোটের জেরে বিশ্বকাপে (T20 World Cup 2022) ভারতের (Indian Cricket Team) হয়ে সম্ভবত মাঠে নামা হচ্ছে না জসপ্রীত বুমরার (Jasprit Bumrah)। ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও খেলেননি তারকা বোলার। এরপর থেকেই আশঙ্কা দানা বেঁধেছিল। একাধিক রিপোর্ট অনুযায়ী, সেই চোটের জেরেই বুমরার বিশ্বকাপে খেলা হচ্ছে না।
বুমরার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়ে বিসিসিআইয়ের তরফে এখনও সরকারিভাবে কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি। তবে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগেই বিসিসিআইয়ের তরফে জানানো হয় মঙ্গলবার অনুশীলনে বুমরা পিঠে ব্যথা নিয়ে অভিযোগ জানান। তিনি সেই কারণেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না। তবে খবর অনুযায়ী বুমরা শুধু প্রথম ম্যাচ বা চলতি টি-টোয়েন্টি সিরিজিই নয়, বরং বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে চলেছেন। বুমরার 'স্ট্রেস ফ্র্যাকচার' হয়েছে বলেই খবর।
ইস্টবেঙ্গেলর জার্সি প্রকাশ
আসন্ন আইএসএল (ISL 2022-23) মরসুমের প্রথম ম্যাচেই মাঠে নামবে ইস্টবেঙ্গল (East Bengal)। সামনের মাসেই শুরু হচ্ছে ভারতীয় ফুটবলের লিগ মরসুম। তার আগে আজ, বৃহস্পতিবারই (২৯ সেপ্টেম্বর) আইএসএলের জন্য নিজেদের জার্সি প্রকাশ করল ইস্টবেঙ্গল।
ক্লাবের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে- আসন্ন আইএসএল মরসুমের জন্য দলের তিনটি জার্সির পাশাপাশি কোচ এবং সাপোর্ট স্টাফদেরও জার্সি একইসঙ্গে সামনে আনা হল। দলের হোম জার্সিতে স্বাভাবিকভাবেই লাল ও হলুদ, এই দুই রঙ রয়েছে। গত মরসুমের মতোই দলের অ্যাওয়ে জার্সির রঙ আবার সাদা। ইস্টবেঙ্গলের তৃতীয় জার্সি নীল রঙের।
সুনীলকে ফিফার সম্মান
আন্তর্জাতিক ফুটবলে ভারতের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। বর্তমানে খেলা চালিয়ে যাচ্ছেন এমন ফুটবলারদের মধ্যে কেবল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১১৭) এবং লিওনেল মেসিই (৯০) ছেত্রীর (৮৪) থেকে বেশি আন্তর্জাতিক গোল করেছেন। সেই সুনীল ছেত্রীকেই এবার বিশেষ উপায়ে সম্মান জানাল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা।
তিন এপিসোডের এক তথ্যচিত্রে সুনীল ছেত্রীর জীবন ও তাঁর ফুটবল কেরিয়ারের বিভিন্ন বিষয় তুলে ধরেছে ফিফা। ফিফার স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ফিফা+ এই সিরিজ দেখা যাবে বলে জানানো হয় সংস্থার তরফে।
হাসপাতালে নাসিম
বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান (PAK vs ENG)। সেই সিরিজেরই পঞ্চম ম্যাচের পর তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল নাসিম শাহকে (Naseem Shah)। নিউমোনিয়া (Pneumonia) আক্রান্ত হয়ে গতকাল রাতেই হাসপাতালে ভর্তি হয়েছেন নাসিম। পাকিস্তান বোর্ড সূত্রে খবর, তাঁকে গোটা রাত হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
এশিয়া কাপে পাকিস্তানের হয়ে বল হাতে সকলেরই নজর কেড়েছিলেন তরুণ ফাস্ট বোলার নাসিম শাহ। তবে চলতি ইংল্যান্ড-পাক সিরিজের পঞ্চম ম্যাচে পাকিস্তান দলে সুযোগ পাননি নাসিম। পরিবর্তে তাঁকে হাসপাতালেই রাত কাটাতে হল। পাকিস্তান ক্রিকেট দলের মেডিক্যাল টিম নাসিম শাহের পরিস্থিতির ওপর নজর রাখছে। সিরিজের বাকি ম্যাচে নাসিম আদৌ খেলতে পারবেন কি না, তা মেডিক্যাল দলের রিপোর্টের ভিত্তিতেই ঠিক করা হবে। নাসিমের পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি না হলে তিনি যে আর এই সিরিজের বাকি ম্যাচে খেলতে পারবেন না, তা একপ্রকার নিশ্চিত।
আরও পড়ুন: ব্যর্থতা ভুলে সাফল্যের খোঁজে মরিয়া এটিকে মোহনবাগান