কলকাতা: আজকের সেরা খেলার খবরের এক ঝলক -


ইডেনে এগিয়ে বাংলা


হতাশ করেননি বাংলার পেসাররা। শুরু থেকেই চাপ তৈরি করেন ঝাড়খণ্ডের ব্যাটিংয়ের ওপর। ডানহাতি পেসার আকাশ এমনিতেই রয়েছেন দুরন্ত ছন্দে। ওড়িশার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাথায় চোট পেয়েছিলেন। সম্পূর্ণ ম্যাচ খেলা হয়নি তাঁর। ফিট হয়ে ঝাড়খণ্ডের বিরুদ্ধে মাঠে নামলেন। ৪ উইকেট নিয়ে তিনিই বাংলার সেরা পেসার। দ্বিতীয় সেরা মুকেশ কুমার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে ছিলেন। প্রথম দুই ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি। তৃতীয় ম্যাচের আগে মুকেশকে জাতীয় শিবির থেকে ছেড়ে দিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। যাতে তিনি ঘরোয়া ক্রিকেটের সেরা টুর্নামেন্টে রাজ্য দলের প্রতিনিধিত্ব করতে পারেন। লখনউ থেকে কলকাতায় ফিরেই বল হাতে সফল মুকেশ। নিলেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ঈশান পোড়েল ও আকাশ ঘটক। ১০টির মধ্যে ৯ উইকেটই পেসারদের ঝুলিতে। একটি রান আউট।


লেস্টারশায়ারে রাহানে


২০২৩ মরসুমের জন্য লেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবে যোগ দিলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ক্লাবের পক্ষ থেকে রাহানের সঙ্গে চুক্তির বিষয় নিশ্চিত করা হয়েছে। চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলে খেলার পরই জুনে কাউন্টি খেলতে ইংল্য়ান্ডে উড়ে যাবেন রাহানে। কাউন্টি চ্য়াম্পিয়নশিপে অংশ নেওয়া ছাড়াও ওয়ান ডে কাপেও অংশ নেবেন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।


দ্বিতীয় স্থানে দীপ্তি


টি-টােয়েন্টি বিশ্বকাপের আগে ধারাবাহিক ভাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন দীপ্তি শর্মা। মহিলাদের ক্রিকেটে টি-টোয়েন্টিতে আইসিসি নতুন যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন দীপ্তি। তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের সোফি একেলস্টোন।


শেফালিদের সংবর্ধনা দেবেন সচিন


অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (U19 Womens T20 World Cup) জিতেছে ভারতীয় দল (Indian Cricket Team)। ইংল্যান্ডকে হারিয়ে উদ্বোধনী টুর্নামেন্টে খেতাব ঝুলিতে পুরেছে শেফালি ভার্মার (Shefali Verma) নেতৃত্বাধীন দল। এবার বিশ্বজয়ীদের সংবর্ধনা দেবেন আরেক বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটার। তিনি আর কেউ নন, কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৯ ভারতীয় মহিলা ক্রিকেট দলকে সংবর্ধিত করবেন সচিন। 


মারাদোনার অভাব


সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্জেন্তাইন অধিনায়ক লিওনেল মেসি বলেন, 'দিয়েগো মারাদোনা যদি নিজে আমার হাতে বিশ্বকাপটা তুলে দিতেন বা অন্তত বিশ্বকাপ জয়ের সাক্ষী থাকতে পারতেন তাহলে আমি অনেক বেশি খুশি হতাম। ওঁ আর্জেন্তিনা জাতীয় দলকে যতটা ভালবাসতেন এবং দলের বিশ্বজয় দেখার জন্য যতটা উদগ্রীব ছিলেন, সেই কারণেই এই বিশ্বজয়টা ওঁ নিজের চোখে দেখতে পারলে আরও ভাল হত। আমার মনে হয় ওঁ এবং আরও যারা আমায় ভালবাসেন তাঁরা উপর থেকে আমায় শক্তি প্রদান করেছেন।'