কলকাতা: যশপ্রীত বুমরার পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে প্রবেশের দৌড়ে এগিয়ে মহম্মদ শামি। চিকুনগুনিয়া আক্রান্ত ডোনা গঙ্গোপাধ্যায়। হাসপাতালে দেখতে গেলেন সৌরভ। খেলার দুনিয়ার সারাদিনের সব খবরের ঝলক।


পরিবর্ত শামি?


চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সেরা পেস-অস্ত্রকে হারিয়ে বিশ্বকাপের অভিযানে নামার আগে বিরাট ধাক্কা খেয়েছে ভারতীয় শিবির (Team India)। সেই সঙ্গে আলোচনা চলছে, কে হতে পারেন জাতীয় দলে বুমরার পরিবর্ত। কার ওপর আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট।


মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে হারের পর এ নিয়ে ইঙ্গিত দিয়ে রাখলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। 


মঙ্গলবার ম্যাচের পর দ্রাবিড় বলেছেন, 'কে বুমরার পরিবর্ত হবে, সেদিকে আমাদের নজর রয়েছে। ১৫ অক্টোবর পর্যন্ত সময় রয়েছে আমাদের হাতে। শামি অবশ্যই স্ট্যান্ড বাই হিসাবে রয়েছে। তবে দুর্ভাগ্যবশত ও এই সিরিজে খেলতে পারেনি, ও এইঅ সিরিজে খেললে আদর্শ পরিস্থিতি হতো।' দ্রাবিড় যোগ করেছেন, 'এখন ও রয়েছে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। কতটা সেরে উঠেছে সেই ব্যাপারে রিপোর্ট পাব। ১৪-১৫ দিন করোনা আক্রান্ত থাকার পর কতটা সুস্থ রয়েছে সেটাও জানতে পারব। রিপোর্ট হাতে পেলে বা ওর নিজের কীরকম লাগছে সেটা জেনে তারপর নির্বাচকদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব।'         


বিতর্কে শামি


দশেরার শুভেচ্ছা জানিয়ে সাদামাটা একটি পোস্ট। সেখানে প্রতীকি দুটি ছবি। রামের হাতে তীর-ধনুক। রাবণকে নিশানা করে তীর নিক্ষেপ করছেন। আর সেই পোস্ট নিয়েই শোরগোল পড়ে গেল সোশ্যাল মিডিয়ায়। কারণ, পোস্টটি করেছেন মহম্মদ শামি (Mohammed Shami)।


মুসলিম শামি দশেরার শুভেচ্ছা জানিয়েছেন বলে কট্টরপন্থীরা ক্ষিপ্ত। সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হতে হল ভারতীয় ক্রিকেট দলের পেসারকে।


শামি বুধবার ছবি পোস্ট করে লেখেন, 'দশেরার দিন প্রার্থনা করব প্রভু রাম যেন আপনাদের জীবন আনন্দ, সমৃদ্ধি ও সাফল্যে ভরিয়ে তোলে। দশেরার শুভেচ্ছা'।


ডানহাতি পেসারের সেই পোস্ট ভাইরাল হয়। অনেকেই তাঁর তীব্র সমালোচনা করেন। তবে মৌলবাদীরা কার্যত কাঠগড়ায় তোলেন শামিকে। বলা হতে থাকে, মুসলিম হয়ে কীভাবে রামের ছবি দিয়ে শুভেচ্ছাবার্তা পাঠাতে পারেন শামি। অনেকেই আবার বিতর্কে শামির পাশে দাঁড়িয়েছেন। বলেছেন, এটাই ভারতবর্ষ। এখানে সব ধর্মের সহাবস্থান।


সুখবর দিলেন রাহানে


সারা দেশ যখন দুর্গাদুর্গাপুজো" data-type="interlinkingkeywords">পুজো ও দশেরার আনন্দে মাতোয়ারা, তখন রাহানে পরিবারে এল নতুন অতিথি। পুত্রসন্তানের বাবা হলেন ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বুধবার নিজেই সুখবর দিলেন মুম্বইয়ের তারকা। সঙ্গে তিনি জানালেন, মা ও সদ্যোজাত, দুজনই সুস্থ রয়েছে।


ছেলেবেলার প্রেম যে পূর্ণতা পায়, তার অন্যতম উদাহরণ টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটার। একসঙ্গে আট বছর কাটিয়ে ফেলেছেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) ও তাঁর স্ত্রী রাধিকা ধোপাভকর (Radhika Dhopavkar)। বিয়ের পর আট বছর একসঙ্গে কাটিয়েছেন রাধিকা-রাহানে। তাঁরা একে অপরকে চিনতেন তারও আগে থেকে। কিছুদিন আগে ইন্সটাগ্রাম পোস্টে রাধিকা লিখেছিলেন, "আমাদের একসঙ্গে পথ চলার ৮ বছর অজিঙ্কা। আমি তোমাকে তখন থেকে চিনতাম যখন আমার বয়স ১০-১১ বছর। আমার সবচেয়ে ভয়ঙ্কর স্বপ্নেও আমি কখনও কল্পনাও করিনি যে, আমরা একদিন বিয়ে করব! কিন্তু আমার মনে হয়, কিছু জিনিস এমনিই হয়ে যায়!"                      


অসুস্থ ডোনা


অসুস্থ ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly) দেখতে হাসপাতালে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) । চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি সৌরভ-পত্নী ।


চিকিত্সক সপ্তর্ষি বসুর অধীনে চিকিৎসা চলছে নৃত্যশিল্পীর । নবমীর রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়- । গতকাল রাতের থেকে এখন ডোনার পরিস্থিতি তুলনামূলক ভাল বলে জানা গিয়েছে । তবে সৌরভ-পত্নীর অসুস্থতায় বেহালার বাড়িতে দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে (Kolkata News) । হাসপাতালে দেখতে যান সৌরভ।