কলকাতা: এশিয়া কাপ ও ওয়ান ডে বিশ্বকাপের জন্য মানসিক প্রস্তুতি কেমন, জানালেন রোহিত শর্মা (Rohit Sharma)। বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিনে সোনাজয়ী নীরজ চোপড়ার (Neeraj Chopra) জন্য শুভেচ্ছাবার্তার ঝড়। খেলার দুনিয়ার সারাদিন।


রোহিতের বিশ্বকাপ নকশা


জাতীয় দলের অধিনায়ক হিসাবে তাঁর প্রথম বিশ্বকাপ। আর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের আগে বাড়তি চাপ নিতে নারাজ রোহিত শর্মা (Rohit Sharma)।


২০১১ সালে ভারতের মাটিতে শেষ ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup) হতাশা সঙ্গী হয়েছিল রোহিতের। ১৫ সদস্যের দলে জায়গা পাননি তিনি। তার ১২ বছর পর দেশের মাটিতে ফের বিশ্বকাপ খেলার সুযোগ রোহিতের সামনে। তবে বাড়তি চাপ নিতে নারাজ মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান। সংবাদসংস্থা পিটিআই-কে রোহিত বলেছেন, 'আমার কাছে গুরুত্বপূর্ণ হল কীভাবে নিজেকে চাপমুক্ত রাখতে পারছি। বাইরের কোনও বিষয় নিয়ে ভাবতে নারাজ। সে ইতিবাচক বা নেতিবাচক, যাই হোক না কেন। সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। ২০১৯ বিশ্বকাপের আগে যে মানসিক অবস্থায় ছিলাম, সেখানেই ফিরে যেতে চাই। সেবার টুর্নামেন্টের জন্য দারুণ প্রস্তুতি নিয়েছিলাম। মানসিকভাবেও ভাল জায়গায় ছিলাম।'


২০১৯ বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরার ছিলেন রোহিত। সেবার ৬৪৮ রান করেছিলেন তিনি। যার মধ্যে ছিল পাঁচটি সেঞ্চুরি। সেই সাফল্যের জন্য মানসিকভাবে চাঙ্গা থাকাকে কৃতিত্ব দিয়েছেন রোহিত। বলেছেন, 'আমি মানসিকভাবে ভাল জায়গায় ছিলাম। সেটাই ফেরাতে চাই। তার জন্য যথেষ্ট সময়ও আছে। ২০১৯ বিশ্বকাপের আগে ঠিক যা করছিলাম, সেটাই করতে চাই। ক্রিকেটার হিসাবে। ব্যক্তি হিসাবেও। সেই চিন্তাভাবনার সরণিতে ফিরতে চাই।'


রোহিত ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ওপেনার। কিন্তু অধিনায়ক হিসাবে? আইপিেলে চোখধাঁধানো সাফল্য। তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচ-পাঁচবার আইপিএল জিতেছে। কিন্তু আইসিসি টুর্নামেন্টে সাফল্য পাননি। এটা নিয়ে কি চিন্তা করেন? রোহিত বলেছেন, 'আমি সেই লোকই নই যে, ভাবব অধিনায়ক হিসাবে কী করতে পারলাম। আমার কৃতিত্ব নিয়ে বাকিরা কথা বলুক। বিচার করুক। আমি এ নিয়ে কিছু বলব না। আমি সংখ্যাতত্ত্বে বিশ্বাসী নই। সব সময় খুশি থাকতে হয় আর মুহূর্তটা উপভোগ করতে হয়। আমিও তাই করি।'


প্রজ্ঞাননন্দকে উপহার


দাবা বিশ্বকাপের (Chess World Cup) ফাইনালে হারলেও প্রশংসায় ভাসছেন আর প্রজ্ঞাননন্দ (R Praggnanandhaa)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর, সোশ্যাল মিডিয়ায় বিস্ময় দাবাড়ুকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।


দাবা বিশ্বকাপের ফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আরও এক স্বীকৃতি পেলেন চেন্নাইয়ের দাবাড়ু। এবার মাহিন্দ্রা গ্রুপ তাঁর বাবা-মায়ের হাতে তুলে দেবে অত্যাধুনিক ইলেকট্রিক গাড়ি। মাহিন্দ্রা ও মাহিন্দ্রা সংস্থার চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা জানিয়েছেন, ১৮ বছরের দাবাড়ুর বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হবে এক্সইউভি ৪০০ ইলেকট্রিক গাড়ি।


ইতিহাস নীরজের


হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championship) ইতিহাস রচনা করেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। প্রথম ভারতীয় হিসাবে জিতে নিয়েছেন সোনা। ৮৮.১৭ মিটার থ্রোয়েই নীরজকে সোনা এনে দেয়। মাত্র ০.৩৫ মিটার কম দূরত্বে জ্যাভলিন ছুড়ে দ্বিতীয় স্থান অধিকার করেন পাকিস্তানের অ্যাথলিট আর্শাদ নদিম (Arshad Nadeem)। তৃতীয় স্থান অধিকার করেন চেক প্রজাতন্ত্রের জাকুব।


দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের নাগরিক হলেও, আর্শাদ ও নীরজের মধ্যেকার প্রীতি এর আগেও সকলের সামনে ধরা পড়েছে। এদিন তা ফের একবার দেখা গেল। প্রতিযোগিতা শেষে আর্শাদ ও নীরজ একে অপরকে জড়িয়ে ধরেন। নীরজ ও জাকুবও কুশল বিনিময় করেন। এরপর তাঁরা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। নীরজের কাঁধে ছিল ভারতীয় পতাকা, জাকুবের কাঁধে চেক প্রজাতন্ত্রের পতাকা। তবে পোডিয়ামে ফিনিশ করা আর্শাদ প্রাথমিকভাবে সেই ফ্রেমে ছিলেন না। সেটা বুঝতে পেরেই আর্শাদকে ডেকে নেন নীরজ। আর্শাদ কিন্তু বিন্দুমাত্র বিলম্ব না করে সঙ্গে সঙ্গেই নীরজের ডাকে সাড়া দিয়ে তাঁর পাশে ছবি তুলতে দাঁড়িয়ে পড়েন।


কোহলি-জাডেজা জুটি


এশিয়া কাপের (Asia Cup 2023) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর মাত্র দিন দু'য়েকের অপেক্ষা। ৩০ সেপ্টেম্বর পাকিস্তান-নেপালের ম্যাচের মাধ্যমে শুরু হবে এবারের টুর্নামেন্ট। ভারতীয় দল (Indian Cricket Team) অবশ্য খানিকটা দেরি করে, ২ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে। তার আগে আপতত বেঙ্গালুরুতে জোরকদমে টিম ইন্ডিয়া নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। সেখানেই জুটি বেঁধে টিম ইন্ডিয়ার ব্যাটারদের ব্যাটিং করতে দেখা গেল।


বেঙ্গালুরুতে বেশ কিছুদিন ধরে অনুশীলন চালাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। সেখানেই তাঁদের ফিটনেস পরীক্ষাও নেওয়া হয়েছে। এবার সদ্য ভাইরাল হওয়া একাধিক ভিডিও, ছবিতে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের ব্যাটিং করতে দেখা গেল। ভাইরাল ভিডিওতে দলের দুই ওপেনার শুভমন গিল ও রোহিত শর্মাকে একসঙ্গে ব্যাট করতে দেখা যায়। তারপরেই ক্রিজে নামেন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। আবার কোহলিকে রবীন্দ্র জাডেজার সঙ্গেও ব্যাট করতে দেখা যায়। দুই তারকা স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিং অনুশীলন সারেন। সম্ভবত অনুশীলনে ম্যাচ পরিস্থিতি তৈরি করে সেই অনুযায়ীই ব্যাটিং অনুশীলন সারছিলেন টিম ইন্ডিয়ার তারকারা।


ম্যাক্সওয়েলের চোট


৫০ ওভারের বিশ্বকাপ শুরু হতে আর দেড় মাসও বাকি নেই। এরই মাঝে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের (Australia Cricket Team) জন্য বড় ধাক্কা। চোট পেলেন দলের তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। গোড়ালিতে চোট পেয়েছেন অস্ট্রেলিয়ান তারকা। 


বর্তমানে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের প্রস্তুতি সারছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। সেখানেই বুধবার, ২৩ অগাস্ট অনুশীলনে গোড়ালিতে চোট পান অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার। সামনেই বিশ্বকাপ, তাঁর আগে ম্যাক্সওয়েলের গোড়ালির এই চোট স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্টের উদ্বেগ বাড়াচ্ছে। অতীতে এক দুর্ঘটনায় ম্যাক্সওয়েলের পা ভেঙে গিয়েছিল। সেই কারণেই আরও বেশি করে তাঁর বিষয়ে অস্ট্রেলিয়ান ম্যানেজমেন্ট সর্তকতা অবলম্বন করছে।


আরও পড়ুন: ABP Exclusive: শাহিনদের বিরুদ্ধে ভারতের অগ্নিপরীক্ষা, কোহলি-বাবরের মধ্যে সেরা কে? বেছে নিলেন পাক তারকার কোচ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial