কলকাতা: পাকিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা। মুখোমুখি হবে ভারতের। মহামেডানের সঙ্গে ড্র করেও কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে মোহনবাগান। খেলার সারাদিনের সব খবরগুলি এক নজরে।
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
জয়ের জন্য ৪২ ওভারে পাকিস্তানের বিরুদ্ধে (PAK vs SL) শ্রীলঙ্কার টার্গেট ছিল ২৫২ রান। ১১ নম্বর বার এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনালে পৌঁছনোর হাতছানি ছিল তাঁদের সামনে। অপরদিকে, পাকিস্তানের সামনে সুযোগ ছিল শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবার ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনালের। ম্যাচের শেষ বল পর্যন্ত চলে হাড্ডাহাড্ডি লড়াই। তবে শেষমেশ দুই উইকেটে ম্যাচের শেষ বলে রুদ্ধশ্বাস জয় পেল শ্রীলঙ্কা। চরিথ আসালঙ্কা (Charith Asalanka) অপরাজিত ৪৯ রানে শ্রীলঙ্কাকে ফাইনালে পৌঁছে দেন। ৯১ রানের দুরন্ত ইনিংস খেলে ম্য়াচ সেরা হন কুশল মেন্ডিস।
ফিরলেন শ্রেয়স
পিঠের চোটের কারণে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের ম্যাচে খেলতে পারেননি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। পাকিস্তান ম্যাচের আগে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন শ্রেয়সের ব্যাক স্প্যাজ়ম হয়েছে। শ্রীলঙ্কা ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার (Team India) মেডিক্যাল দলের পরামর্শে তিনি মাঠেও আসেননি। এতদিন পর চোট সারিয়ে জাতীয় দলে ফিরে আবারও শ্রেয়স চোটের কবলে পড়ায় ভারতীয় সমর্থকদের উদ্বেগ বেড়েছিল। তবে অবশেষে খুশির খবর।
শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে (India vs Bangladesh) সুপার ফোরের শেষ ম্যাচে মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে যাওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচটা কেবল নিয়মরক্ষারই। সেই ম্যাচের আগেই ভারতীয় অনুশীলনে ফিরলেন শ্রেয়স আইয়ার।
কোহলির উপহার
বর্তমান বিশ্বের সেরা ক্রিকেটরদের নাম বললে একেবারে শুরুর দিকেই বিরাট কোহলির (Virat Kohli) নাম থাকবে। গোটা বিশ্বজুড়ে তাঁর অগনিত অনুরাগী রয়েছেন। শ্রীলঙ্কাও কোহলি অনুরাগীর কমতি নেই। এমনই এক অনুরাগী কোহলিকে নিজের হাতে তৈরি করা এক ছবি উপহার হিসাবে দেন।
আপাতত এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য শ্রীলঙ্কায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ইতিমধ্যেই সুপার ফোরের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে কাল সুপার ফোরের শেষ ম্যাচ তাই ভারতের কাছে নিয়মরক্ষার ম্যাচই। সেই ম্যাচের আগেই বিরাটের হাতে বিশেষ উপহারটি তুলে দেন তাঁর অনুরাগী। বিরাট হাসিমুখে সেই উপহার গ্রহণ তো করেনই পাশাপাশি সেই অনুরাগীর সঙ্গে ছবিও তোলেন।
সুপার সিক্সে মোহনবাগান
কলকাতা লিগের (Calcutta Football League 2023) সুপার সিক্সে আগেই নিজেদের জায়গা পাকা করে নিয়েছিল কলকাতার দুই বড় দল ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং। আজ মহামেডানের বিরুদ্ধে (Mohun Bagan Super Giant vs Mohammedan Sporting) হার এড়াতে পারলেই সুপার সিক্সে পৌঁছে যেত মোহনবাগান সুপার জায়ান্টও। ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করতে হলেও, সাদা কালো বিগ্রেডের সঙ্গে ২-২ ড্র করে সুপার সিক্সে পৌঁছে গেল সুবজ মেরুন।
এশিয়ান গেমসে অধিনায়ক সুনীল
দেশ বনাম ক্লাব বিতর্কের মাঝেই এশিয়ান গেমসের জন্য ভারতীয় ফুটবল দল ঘোষণা করা হল। সুনীল ছেত্রীকে অধিনায়ক করেই এশিয়ান গেমসের (Asian Games) জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF)। সুনীলকে (Sunil Chhetri) দলে রাখা হলেও, ভারতের তারকা গোলকিপার গুরপ্রীত সিংহ সাঁধু ও তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকে পাওয়া যায়নি। তাঁদের ছাড়াই দল ঘোষণা করেছে ফেডারেশন। চিনের হাংঝাউতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়ান গেমস।
দল ঘোষণা করার পাশাপাশি এশিয়ান গেমসে প্লেয়ারদের ছাড়ার জন্য ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবগুলোকে এবং এফএসডিএল-কে ধন্যবাদ জানিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা।
নির্বাচিত ভারতীয় দল: গুরমিত সিংহ, ধীরাজ সিংহ মৈরাঙ্গথেম, সুমিত রাঠি, নরেন্দ্র গেহলৌত, অমরজিৎ সিংহ কিয়াম, স্যামুয়েল জেমস, রাহুল কেপি, আব্দুল রাবে অঞ্জুকান্দন, আয়ূষ দেব ছেত্রী, ব্রাইস মিরান্দা, আজফর নুরানি, রহিম আলি, ভিন্সি ব্যারেটো, সুনীল ছেত্রী, রোহিত দানু, গুরকিরাৎ সিংহ ও অনিকেত যাদব।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ডার্বি জয়ের চেয়ে ট্রফি জেতা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঘোষণা মোহনবাগান কোচের