কলকাতা: প্রেক্ষাগৃহে ১২ দিন পার। এখনও অব্যাহত 'জওয়ান' ('Jawan' Box Office Collection) ঝড়। শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত, অ্যাটলি (Atlee) পরিচালিত এই দ্বিতীয় সপ্তাহেও বেশ ভালই ব্যবসা করছে প্রেক্ষাগৃহে। বিশ্বে ইতিমধ্যেই ৮০০ কোটির গণ্ডি পেরিয়ে গেছে এই ছবি। মাত্র ১২ দিনেই এই ছবির আয় ছুঁতে চলেছে ৫০০ কোটির গণ্ডি, তাও কেবল দেশের মাটিতে। যদিও গতকাল, ১৮ সেপ্টেম্বর, ছবির আয়ের পরিমাণ বেশ অনেকখানি নিম্নমুখী হয়েছে। তবুও সপ্তাহের শুরুর দিন হয়েও ২ অঙ্কের সংখ্যায় আয় করেছে শাহরুখের ছবি। 


ধূলিসাৎ হতে চলেছে আরও এক কিংবদন্তী বলিউড অভিনেতার বাসস্থান। বলিউড সূত্রের খবর অনুযায়ী প্রয়াত অভিনেতা দেব আনন্দের (Dev Anand) জুহুর বাংলো বিক্রি হতে চলেছে। একটি রিয়েল এস্টেট কোম্পানি ৪০০ কোটি টাকায় কিনে নিচ্ছে এই সম্পত্তি। জানা যাচ্ছে, এই জায়গায় তৈরি হবে ২২ তলা টাওয়ার। ইতিমধ্য়েই শুরু হয়ে গেছে চুক্তি সংক্রান্ত কাজ। প্রসঙ্গত, এই বাংলোর আশেপাশে একসময় মাধুরী দীক্ষিত নেনে, ডিম্পল কাপাডিয়ার মত অভিনেতা থাকতেন বলে জানা যায়। জুহুর বাংলোয় ৪০ বছর বাস করেছিলেন। ১৯৫০ সালে এই বাংলোটি তৈরি করেছিলেন অভিনেতা। তবে এখন বাড়িটি দেখাশোনা করার কেই নেই। কারণ অভিনেতার ছেলে সুনীল  মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, মেয়ে দেবিনা মা কল্পনা কার্তিকের সঙ্গে উটিতে থাকেন। ফলে এই বাংলোটি বিক্রি করাই তাঁরা শ্রেয় বলে মনে করেছেন।


আরও পড়ুন...


রোম্যান্টিক ছবিতে হাতেখড়ি পরিচালক সৌভিকের, রোহন-সংযুক্তাকে নিয়ে নতুন কাজ শুরু


অন্য়দিকে, দেশজুড়ে ঝোড়ো ব্য়াটিং করার পর এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে সানি দেওল-আমিশা পটেলের ব্লকবাস্টার ছবি 'গদর ২'। বলিউডসূত্রের খবর অনুযায়ী, Zee5 এ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই ছবি। উল্লেখ্য় দেশে এই ছবি ইতিমধ্য়েই ৫০০ কোটির বেশি ব্য়বসা করে ফেলেছে। 


এর পাশাপাশি, 'গণপথ: এ হিরো ইজ বর্ন' ছবি নিয়ে ইতিমধ্য়েই চড়ছে উন্মাদনার পারদ। ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করছেন টাইগার শ্রফ (Tiger Shroff) ও কৃতি শ্য়ানন (Kriti Sanon)। ইতিমধ্য়েই ছবির প্রথম পোস্টারে প্রকাশ্য়ে এসেছে টাইগার শ্রফের লুক। আর আজ গণেশ পুজোর দিন প্রকাশ্যে এল ছবির দ্বিতীয় পোস্টার, যেখানে একাবারে যোদ্ধা রূপে দেখা যাচ্ছে কৃতী শ্য়াননকে। আর অভিনেত্রীর এই লুক ইতিমধ্য়েই পছন্দ করেছে তাঁর ভক্তরা।


'ইন্ডিয়ান সিনেমা'র বায়োপিক নিয়ে আসতে চলেছেন রাজামৌলি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে এদিন পরিচালক 'মেড ইন ইন্ডিয়া'র কথা ঘোষণা করেন এবং লেখেন, 'যখন আমি প্রথম গল্পটা শুনি, প্রচণ্ডভাবে আবেগতাড়িত হয়েছিলাম। যে কোনও বায়োপিক তৈরিই এমনিতেই কঠিন কাজ, কিন্তু 'ভারতীয় সিনেমার পিতা'র গল্পকে পর্দায় তুলে ধরা আরও চ্যালেঞ্জিং। আমাদের ছেলেরা তাই নিয়েই তৈরি...। অত্যন্ত গর্বের সঙ্গে নিবেদন করছি 'মেড ইন ইন্ডিয়া'।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial