কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু নিউজ়িল্যান্ডের। পিছিয়ে গেল কলকাতা ডার্বি। এক নজরে খেলার সারাদিনের সব খবর।
নিউজ়িল্যান্ডের দাপুটে জয়
গত বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছিল। কিন্তু এবার যে আরও একধাপ এগোতে প্রস্তুত, নিউজ়িল্যান্ড কিন্তু তা নিজেদের প্রথম বিশ্বকাপ (CWC 2023) ম্যাচেই প্রমাণ করে দিল। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৮২ বল বাকি থাকতে নয় উইকেটে দুরমুশ করল কিউয়িরা, সৌজন্যে রচিন রবীন্দ্র (Rachin Ravindra) ও ডেভন কনওয়ে (Devon Conway)। দুই কিউয়ি তারকাই অপরাজিত শতরান হাঁকালেন। ২৮৩ রান তাড়া করতে নেমে নয় উইকেট ম্যাচ জিতে নিল কিউয়িরা। রবীন্দ্র ১২৩ ও কনওয়ে ১৫২ রানে অপরাজিত থাকেন।
পিছিয়ে গেল ডার্বি
ইন্ডিয়ান সুপার লিগে (ISL) আগামী ২৮ অক্টোবরের কলকাতা ডার্বি আপাতত স্থগিত রাখা হল। ওইদিন হচ্ছে না ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথ (East Bengal vs Mohun Bagan)। বৃহস্পতিবার এই ঘোষণা করল লিগের আয়োজক ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)। লিগের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি ২৮ তারিখের বদলে কবে হবে, তা অবশ্য এ দিন জানানো হয়নি। পরিবর্তিত সূচি পরে জানানো হবে। ওই দিন বিকেল সাড়ে পাঁচটা থেকে যে ম্যাচটি হওয়ার কথা ছিল মুম্বইয়ে, সেই মুম্বই সিটি এফসি বনাম হায়দরাবাদ এফসি ম্যাচটি শুরু হবে রাত আটটা থেকে।
চুক্তি বাড়ল স্তিমাচের
এশিয়ান গেমসে তেমন সাফল্য না পেলেও, তাঁর অধীনেই এই বছর ভারতীয় দল ইন্টারকন্টিনেন্টাল কাপ, সাফ চ্যাম্পিয়নশিপ ও ত্রিদেশীয় সিরিজ় জিতেছে। এই সাফল্যের সুফল পেলেন ভারতীয় পুুরুষ ফুটবল দলের (Indian Men's Football Team) কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)। ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে বৃহস্পতিবার, ৫ অক্টোবরই স্তিমাচের চুক্তি বাড়ানোর কথা ঘোষণা করা হল। ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সঙ্গে শলা পরামর্শের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় এআইএফএফ (AIFF)।
নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত ব্লু টাইগার্সদের কোচের ভূমিকায় দেখা যাবে স্তিমাচকে। ২০২৪ সাল পর্যন্ত তিনি চুক্তিবদ্ধ ছিলেনই, অর্থাৎ ভারতের ক্রোট কোচের চুক্তি আরও দুই বছর বাড়ানো হল। অবশ্য শুধু স্তিমাচ নন, চুক্তি বাড়ানো হল তাঁর সহকারী মহেশ গাওলিরও (Mahesh Gawali)। পাশাপাশি তাঁকে ভারতের অনূর্ধ্ব ২৩ পুরুষ দলের প্রধান কোচের পদেও নিযুক্ত করা হয়েছে।
তিন সোনা জয় ভারতের
ভারতীয় অ্যাথলিটরা এশিয়ান গেমসের (Asian Games 2022) ১২ নম্বর দিনে তিনটি সোনাসহ মোট পাঁচ পদক জিতে নিল। কমপাউন্ড তিরন্দাজির পুরুষ ও মহিলা উভয় দলগত বিভাগেই সোনা জিতে নিলেন ভারতীয় তিরন্দাজরা। সোনা এল স্কোয়াশের মিক্সড ডাবলসে। দীপিকা পাল্লিকাল ও হারিন্দরপল সিংহ সান্ধুর জুটি ভারতকে সোনা এনে দেন। তবে সিঙ্গেলসের স্বর্ণপদক ম্যাচে হারতে হল সৌরভ ঘোষালকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: মানসিক নির্যাতন চালিয়েছেন স্ত্রী, অভিযোগ মেনে শিখরের বিবাহবিচ্ছেদে সিলমোহর আদালতের