কলকাতা: প্রথম দল হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পাকা করল নিউজিল্যান্ড দল। ডার্বির পরের ম্যাচেও ফের পরাজিত হল ইস্টবেঙ্গল। এক নজরে খেলার সারাদিনের সব খবর।
সেমিতে নিউজিল্যান্ড
আয়ার্ল্যান্ডকে হারানোর পরেই প্রথম দল হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC) সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলল নিউজিল্যান্ড। আইরিশদের বিরুদ্ধে (IRE vs NZ) ৩৫ রানে জয় পায় কিউয়িরা। এই জয়ের পরে একমাত্র অস্ট্রেলিয়া যদি আফগানিস্তানের বিরুদ্ধে ১৮৫ রানে জয় পেত, তাহলেই কিউয়িদের সেমিফাইনালে পৌঁছনোর জন্য অপেক্ষা করতে হত। তবে অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৬৮ রান করে। ফলে কিউয়িদের সেমিফাইনালের টিকিট পাকা হয়ে গেল।
ইস্টবেঙ্গলের হার
ডার্বিতে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে পরাজিত হয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। প্রতিপক্ষ বদলালেও, ভাগ্য বদল হল না লাল হলুদের। শুক্রবার (৪ নভেম্বর) চেন্নাইয়িনের বিরুদ্ধে ১-০ গোলে পরাজিত হল ইস্টবেঙ্গল (EBFC vs CFC)। শেষ পর্যন্ত মরিয়া লড়াই করেও, খালি হাতেই যুবভারতীয় ছাড়তে হল ইস্টবেঙ্গলকে। অপরদিকে, এ মরসুমে এটিকে মোহনবাগানকে যুবভারতীতে হারানোর পর, ইস্টবেঙ্গলকেও কলকাতার মাটিতেই হারিয়ে তিন পয়েন্ট পেল চেন্নাইয়িন। ৬৯ মিনিটে ভাফা হাকামানেশি ম্যাচের কর্নার থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন।
হাড্ডাহাড্ডি ম্যাচে জয় অস্ট্রেলিয়ার
টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) অস্ট্রেলিয়া-আফগানিস্তানের (AUS vs AFG) মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। ম্যাচের শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে গেলেন আফগানরা। দলের হয়ে অনবদ্য পারফর্ম করলেন রশিদ খান। তবে বল হয়, ব্যাট হাতে। ১৬৯ রান তাড়া করতে নেমে রশিদের অপরাজিত ৪৮ রানের সুবাদে অজিদের বিরুদ্ধে লড়াই করেও শেষ পর্যন্ত হতাশই হতে হল আফগানিস্তানকে। চার রানে রশিদ খানদের (Rashid Khan) পরাজিত করল অজিরা।
নেতৃত্ব ছাড়লেন নবি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের মাত্র কিছুক্ষণ পরেই নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আফগানিস্তানের সীমিত ওভারের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন নবি। নির্বাচকদের সঙ্গে মনোমালিন্যের কথা প্রকাশ করে তিনি লেখেন, 'বিশ্বকাপে এমন পারফরম্যান্স আমরা বা আমাদের সমর্থকরা কেউই আশা করেননি। ম্যাচগুলির ফলাফল নিয়ে আমরাও হতাশ। এক বড় টুর্নামেন্টের আগে যেমন প্রস্তুতির প্রয়োজন, বিগত বছরে আমরা তেমনভাব নিজেদের প্রস্তুত করতে পারিনি। বিগত কয়েকটি সফরে টিম ম্যানেজমেন্ট, নির্বাচন কমিটি ও আমার মধ্যে মতবিরোধও হয়, যার সরাসরি প্রভাব দলের পারফরম্যান্সে পড়েছে। সেই কারণেই আমি এখনই অধিনায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছি। তবে দলের যতদিন আমায় প্রয়োজন ততদিন পর্যন্ত আমি দলের হয়ে খেলা চালিয়ে যাব।'
পিকের অবসর
জাতীয় দল থেকে আগেই অবসর নিয়েছিলেন, এবার ফুটবলকেই বিদায় জানাতে চলেছেন স্পেনের কিংবদন্তি ফুটবলার জেরার্ড পিকে (Gerard Pique)। বৃহস্পতিবারই (৩ নভেম্বর) নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পিকে নিজের অবসরের কথা ঘোষণা করেন। ফিফা বিশ্বকাপের আগেই খেলোয়াড় হিসাবে ফুটবলকে বিদায় জানাতে চলেছেন পিকে। আলমেরিয়ার বিরুদ্ধে এই শনিবারই তিনি বার্সেলোনার (FC Barcelona) ঘরের মাঠে শেষবার মাঠে নামতে চলেছেন।
নিজের সোশ্যাল মিডিয়া এক ভিডিওর মাধ্যমে পিকে জানান, 'শনিবার আলমেরিয়ার বিরুদ্ধে ম্যাচটিই ক্যাম্প ন্যুতে আমার শেষ ম্যাচ হতে চলেছে। আমি সকলকে জানাতে চাই যে আমার সফর শেষ করার সময় চলে এসেছে। বার্সার পরে আর অন্য কোনও দল নয়। আমি এরপর থেকে বার্সা ভক্ত হিসাবেই দলকে সমর্থন করব এবং আমার ছেলে বার্সার প্রতি আমার ভালবাসাটা এগিয়ে নিয়ে যাবে। তবে অন্য কোনওভাবে হলেও আমি আবার ফিরব।'
আরও পড়ুন: জন্মদিনের আগেই ভেসে এল শুভেচ্ছাবার্তা, বন্ধু বিরাটকে কি বললেন ম্য়াক্সওয়েল?